Logo
Logo
×

বিনোদন

বলিউডে অভিষেকের ইঙ্গিত পাকিস্তানের আয়েজা খানের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৩:৪১ পিএম

বলিউডে অভিষেকের ইঙ্গিত পাকিস্তানের আয়েজা খানের

ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন আয়েজা খান। তার আসল নাম কানজা খান। অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন। পাকিস্তানের অনেক শিল্পী বলিউডে কাজ করলেও আয়েজাকে বলিউডে দেখা যায়নি। তবে এবার বলিউডে অভিনয়ের ইঙ্গিত দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।

সম্প্রতি আয়েজা খান ইনস্টাগ্রামে একটি পোস্টে বলিউডের সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দেন। তবে কবে এবং কোন সিনেমায় তাকে দেখা যাবে, তা এখনো প্রকাশ করেননি।

আয়েজা ২০০৯ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন। আড়াই দশকের এই যাত্রায় ‘ছুপকে ছুপকে’ ও ‘চৌধুরী অ্যান্ড সন্স’সহ বেশ কয়েকটি আলোচিত ধারাবাহিকে কাজ করেছেন। ২০১৪ সালে তিনি গুগলের পাকিস্তানের দ্বিতীয় সর্বাধিক অনুসন্ধান করা অভিনেত্রী হন। এছাড়া ২০২০ সালে "হ্যালো পাকিস্তান"-এর HOT100 তালিকায় "ট্রেলব্লেজার্স" বিভাগে স্থান পান।

বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা আয়েজা ইনস্টাগ্রামে একসময় সর্বাধিক অনুসরণ করা পাকিস্তানি সেলিব্রিটি ছিলেন। ২০২৪ সালে হানিয়া আমির তাকে ছাড়িয়ে যান।

২০১৪ সালে ‘প্যারায় আফজাল’ নাটকে অভিনয়ের মাধ্যমে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী হন। বলিউডের বিভিন্ন চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও সেসব প্রত্যাখ্যান করেছিলেন তিনি। বিয়ের পর কিছুদিনের বিরতি নিয়ে তিনি আবার অভিনয়ে ফিরে আসেন।

২০২৩ সালে নাটকীয় সিনেমা ‘মেইন’-এ ওয়াহাজ আলীর বিপরীতে অহংকারী নারীর চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন। এছাড়া ‘জান-এ-জাহান’ সিনেমায় হামজা আলী আব্বাসির বিপরীতে দয়ালু ও উগ্র নারীর চরিত্রে দেখা যায় তাকে।

২০২৫ সালে ফিরোজ খানের বিপরীতে ‘হুমরাজ’ সিনেমায় উপস্থিত হওয়ার কথা রয়েছে এই জনপ্রিয় তারকার। বলিউডে আয়েজার নতুন যাত্রা নিয়ে দর্শকদের মাঝে উত্তেজনা দিন দিন বাড়ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন