Logo
Logo
×

বিনোদন

আয়ে রেকর্ড গড়ল শাকিব খানের ‘বরবাদ’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১০:৫৯ এএম

আয়ে রেকর্ড গড়ল শাকিব খানের ‘বরবাদ’

ছবি : সংগৃহীত

মেগাস্টার শাকিব খান অভিনীত ছবি 'বরবাদ' সিনেমা মুক্তির এক সপ্তাহেরও বেশি পেরিয়ে গেছে। এরইমধ্যে সাতদিনে সিনেমাটি সারাদেশে কত টাকার টিকেট বিক্রি হয়েছে সেই তথ্য জানিয়েছে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।

'বরবাদ' সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন, তারা 'বরবাদ'র মাধ্যমে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকেট বিক্রি করেছে। 

২০২৩ সালের ঈদুল আজহায় শাকিবের প্রিয়তমা একমাস ২৭ কোটি টাকার টিকেট বিক্রির খবর প্রকাশ করেছিল। এবার মাত্র সাতদিনেই 'বরবাদ' সেই সাফল্যে অর্জন করল। সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে প্রায় ৬৫টি শো চলছে বরবাদের।

রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, বড়বাদ মুক্তির পর থেকে সারাদেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক। বাংলা সিনেমার স্বার্থে সবসময় বাংলা সিনেমার পাশে থাকুন।’ 

মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে সবচেয়ে ভালো চলছে বরবাদ। এমনকি হলিউডের সিনেমাগুলোর চেয়ে এগিয়ে আছে এবং প্রতিদিনই হাউজফুল যাচ্ছে। মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে দাপটের সঙ্গে ব্যবসা করছে এই ছবি। হল মালিকরা বলছেন, ‘আগামী কোরবানির ঈদ পর্যন্ত ব্যবসা টানতে পারে বরবাদ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি মাসেই 'বরবাদ' যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপে মুক্তি পাবে।’  

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। 


আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন