
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৬:২৫ এএম
পাইরেসির কবলে শাকিব খানের ‘বরবাদ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৭:১২ পিএম

ছবি : সংগৃহীত
ঈদের বহুল আলোচিত সিনেমা শাকিব খানের ‘বরবাদ’ মুক্তির পর থেকেই ভক্তদের মধ্যে উল্লাসের ঢেউ তুলেছে। তবে প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই এই বিগ বাজেটের সিনেমা পাইরেসির শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে।
প্রযোজক শাহরিন আক্তার সুমি আগে থেকেই পাইরেসি নিয়ে শঙ্কিত ছিলেন এবং এর রোধে একটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তা আটকানো সম্ভব হয়নি। বর্তমানে সিনেমাটির সম্পূর্ণ একটি কপি টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে পেরে প্রযোজক রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং মামলার প্রস্তুতি চলছে। তবে কারা সিনেমাটি পাইরেসি করেছে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।
ঈদুল ফিতরের দিন দেশের ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বরবাদ’। শাকিব ভক্তদের উচ্ছ্বাসে ভরে উঠলেও পাইরেসির ঘটনা এই আনন্দকে কতটা প্রভাবিত করতে পারে তা নিয়ে টিম ‘বরবাদ’-এর দুশ্চিন্তা রয়েছে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। আরও রয়েছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদসহ অনেকে।