Logo
Logo
×

বিনোদন

সালমানের হাত ধরে ছবি তুললেন ঐশ্বরিয়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০২:৩৮ পিএম

সালমানের হাত ধরে ছবি তুললেন ঐশ্বরিয়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

অনন্ত-রাধিকার গ্র্যান্ড ওয়েডিংয়ে ঐশ্বরিয়া রাই এবং সালমান খানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবি : সংগৃহীত

গত শুক্রবার (১২ জুলাই) অনন্ত আম্বানী এবং রাধিকা মার্চেন্ট প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাতপাকে বাঁধা পড়েছেন। মুম্বাইয়ের একটি তারকাখচিত অনুষ্ঠানে বিয়ে করেছেন তারা। বলিউডের বড় বড় এবং আন্তর্জাতিক সেলিব্রিটিরা এই উৎসবে যোগ দিয়েছিলেন।

অনন্ত-রাধিকার গ্র্যান্ড ওয়েডিংয়ে উপস্থিত হয়েছিলেন- রণবীর কাপুর, আলিয়া ভাট, কৃতি শ্যানন, অনন্যা পান্ডে, শানায়া কাপুর, বরুণ ধাওয়ান, রণবীর সিং, রজনীকান্ত, অনিল কাপুর, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বহু তারকা। যাদের ব্যক্তিগত সম্পর্ক এক সময়ে বহু মানুষের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছিল।

এই বিয়েতে মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার আগমন এবং বাকি বচ্চন পরিবারের সঙ্গে এক ফ্রেমে ছবি না তোলা ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে। তিনি এবং তার স্বামী অভিষেক বচ্চন এসেছিলেন এবং মিডিয়ার সামনে আলাদাভাবে ছবি তুলেছেন। এতে আবারো তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।

এসবের মধ্যে, ঐশ্বরিয়া রাই এবং সালমান খানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তারা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছেন। শুধু তাই নয়, ঐশ্বরিয়াকে দেখা যাচ্ছে, সালমানের হাত ধরে থাকতে। তবে এই ছবিটি সম্পূর্ণ এআই জেনারেটেড বলে জানা গেছে। এক ভক্ত ছবিটি তৈরি করেছেন। আসল ছবিটিতে শুধু সালমান ও তার বোন অর্পিতা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছেন।

এতে সামাজিক মাধ্যমে এর নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মন্তব্যের প্লাবন বয়েছে এতে। কেউ লিখেছেন, ‘২০২৪ সালে এসে এটাই দেখার বাকি ছিল।’ কেউ আবার লিখেছেন, ‘হাম দিল দে চুকে সনম পার্ট-২ আসছে’। সব মিলিয়ে বিষয়টি অনেকের কাছেই মজার হয়ে দাঁড়িয়েছে। যদিও এটি পুরোপুরি সম্পাদিত একটি ছবি।

সালমান খান এবং ঐশ্বরিয়া রাইয়ের প্রেমের গল্প নব্বইয়ের দশকের শেষের দিকে শুরু হয়েছিল। এটি অবশেষে একটি তিক্ত ব্রেকআপের দিকে নিয়ে যায়। তাদের অতীতের সম্পর্কটি ভক্ত এবং মিডিয়ার জন্য আগ্রহের একটি বিষয় হিসেবে আজও রয়ে গেছে। বিষয়টি নিয়ে এখনও এত আলোচিত যে তাদের ফটোশপ করা এবং সম্পাদিত ছবি প্রায়শই ইন্টারনেটে ঝড় তোলে।

তবে একই অনুষ্ঠানে সালমান এবং ঐশ্বরিয়ার উপস্থিতি প্রথমবারের মতো ঘটনা নয়। কারণ তাদের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবং অন্যান্য বলিউড বিয়েতে দেখা গেছে। কিন্তু কখনও তারা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেননি। হাত ধরে তো নয়ই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন