Logo
Logo
×

বিনোদন

সংখ্যালঘুদের নিয়ে মুখ খুললেন জন আব্রাহাম, জানালেন নিজের অভিজ্ঞতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১১:১৯ পিএম

সংখ্যালঘুদের নিয়ে মুখ খুললেন জন আব্রাহাম, জানালেন নিজের অভিজ্ঞতা

ছবি : সংগৃহীত

ভারতে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে প্রায়ই নানা বিতর্ক হয়, যা আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত হয়। তবে এবার এ বিষয়ে নিজের মত প্রকাশ করলেন বলিউড তারকা জন আব্রাহাম।

জন নিজেও ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন। তার বাবা সিরিয়ান খ্রিস্টান, আর মা জরথ্রুস্টপন্থী পার্সি। কিন্তু জনের মতে, ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বরং তিনি নিজেকে এই দেশেই সবচেয়ে নিরাপদ মনে করেন।

এক সাক্ষাৎকারে জন বলেন, "আমি একজন অভিনেতা, তাই অনেকে ভাবতে পারেন যে আমার জন্য পরিস্থিতি ভিন্ন। কিন্তু এটা শুধু পেশার কারণে নয়, বরং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি— আমি ভারতে সংখ্যালঘু হলেও কখনো অস্বস্তিতে পড়িনি। অন্য কোনো দেশে এতটা নিরাপদ বোধ করিনি যেমনটা ভারত আমাকে দিয়েছে।"

নিজের ধর্মীয় পরিচয় প্রসঙ্গে জন বলেন, "আমি আমার দেশকে ভালোবাসি, এখানে থাকতেই স্বস্তি পাই। সংখ্যালঘুরা এখানে কতটা নিরাপদ, আমি নিজেই তার উদাহরণ। পার্সি সম্প্রদায় নিয়ে কারও কোনো সমস্যা নেই।"

তিনি আরও জানান, যেখানেই যান, ভারতের জাতীয় পতাকা সঙ্গে নিয়ে যেতে ইচ্ছে করে তার। জন বলেন, "আমি একজন গর্বিত ভারতীয়। আমার থেকে বেশি ভারতপ্রেমী আর কেউ আছে বলে মনে হয় না।"

অভিনয়ের দিকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন জন। শিগগিরই তাকে দেখা যাবে ‘দ্য ডিপ্লোম্যাট’ সিনেমায়। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে তিনি ভারতীয় কূটনীতিক জেপি সিংয়ের চরিত্রে অভিনয় করছেন। ২০১৭ সালে পাকিস্তানে আটকে পড়া ভারতীয় নাগরিক উজমা আহমেদকে দেশে ফিরিয়ে আনার মিশনে নেতৃত্ব দিয়েছিলেন জেপি সিং। সেই রোমাঞ্চকর কাহিনিই পর্দায় তুলে ধরা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন