Logo
Logo
×

বিনোদন

সাবেক স্ত্রী ও বর্তমান প্রেমিকার সাথে পার্টিতে আমির খান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৮:৫৩ পিএম

সাবেক স্ত্রী ও বর্তমান প্রেমিকার সাথে পার্টিতে আমির খান

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা আমির খানের একটি পুরোনো ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাকে সাবেক দুই স্ত্রী এবং বর্তমান প্রেমিকার সাথে পার্টিতে উপস্থিত দেখা যাচ্ছে।

ভিডিওটি ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান থেকে তোলা, যেখানে আমির তার পরিবারসহ উপস্থিত ছিলেন। ভিডিওতে আমিরকে সাবেক স্ত্রী কিরণ রাও, রীনা দত্ত এবং বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাটের সাথে দেখা যায়।

ভিডিওটি আবার নতুন করে আলোচনায় আসে কারণ শুক্রবার (১৪ মার্চ) আমির তার ৬০তম জন্মদিনের আগের দিন রাতেই পাপারাজ্জিদের সামনে তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

জানা গেছে, গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বাসিন্দা এবং বর্তমানে আমির খান ফিল্মসে কাজ করছেন। পেশাগতভাবে তিনি একজন হেয়ারড্রেসার এবং লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং এবং ফটোগ্রাফিতে ডিগ্রি অর্জন করেছেন। গৌরীর মা তামিল এবং বাবা আইরিশ, এবং তার দাদা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। গৌরী ছয় বছর বয়সী এক সন্তানের মা।

এর আগে, আমির ১৯৮৬ সালে রীনা দত্তকে এবং ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন