Logo
Logo
×

বিনোদন

উর্বশী রাউতেলার নাম বিলাসবহুল রোলস-রয়েসের তালিকায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৩:০৮ পিএম

উর্বশী রাউতেলার নাম বিলাসবহুল রোলস-রয়েসের তালিকায়

ছবি : সংগৃহীত

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে বিলাসবহুল রোলস-রয়েসের কালিনান ব্ল্যাক মডেলের গাড়ি কিনেছেন উর্বশী রাউতেলা। সীমিত সংস্করণের এই গাড়ির জন্য তিনি ব্যয় করেছেন ১২ কোটি ২৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকার সমান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উর্বশীর আগে এই মডেলের গাড়ি কিনেছেন শাহরুখ খান, অজয় দেবগণ, ভিভেক ওবেরয়, আল্লু অর্জুন এবং মুকেশ আম্বানি। তবে কোনো অভিনেত্রী হিসেবে উর্বশীই প্রথম, যিনি কালিনান ব্ল্যাক মডেলটি তার গাড়ির সংগ্রহে যুক্ত করেছেন।

উর্বশী প্রায়ই সংবাদের শিরোনামে থাকেন—কখনো সোনার কেক কেটে, কখনো বিলাসবহুল পোশাক পরে, আবার কখনো মহামূল্যবান গাড়ি কিনে।

এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তেলেগু ভাষার ‘ডাকু মহারাজ’, যা ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন নান্দামুরি বালাকৃষ্ণা, আর গুরুত্বপূর্ণ চরিত্রে উর্বশী রাউতেলা। ছবির ‘দাবিডি ডিবিডি’ গানে নেচে বিতর্ক সৃষ্টি করলেও বক্স অফিসে সিনেমাটি সফলতা অর্জন করেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: jugerchinta24@gmail.com

অনুসরণ করুন