
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ০৪:১৪ এএম
তেলেগু সিনেমায় অভিষেক হচ্ছে ডেভিড ওয়ার্নারের, দৈনিক পারিশ্রমিক ১ কোটি রুপি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ০৩:৫৯ পিএম

ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এবার ক্রিকেটের গণ্ডি পেরিয়ে বিনোদন জগতে পা রাখতে চলেছেন। তেলেগু সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।
ডেভিড ওয়ার্নার বরাবরই সামাজিক মাধ্যমে জনপ্রিয়। বিশেষ করে "পুষ্পা" সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে তার বানানো বিভিন্ন ভিডিও ও রিলস বেশ প্রশংসিত হয়েছে। এবার সেই জনপ্রিয়তা এবার রূপ নিচ্ছে বাস্তবে। প্রযোজক রবি শংকর জানিয়েছেন, ওয়ার্নার তেলেগু সিনেমা "রবিনহুড"-এ অভিনয় করতে চলেছেন।
সিনেমাটির প্রধান চরিত্রে থাকছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা নীতিন। তার সঙ্গেই বিশেষ একটি চরিত্রে দেখা যাবে ওয়ার্নারকে। জানা গেছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় তিনি সিনেমাটির শুটিং শেষ করেছেন। পরিচালনা করেছেন ভেঙ্কি কুদুমুলা, আর প্রযোজনা করেছে মাইথিরি মুভি মেকার্স।
"ইকোনমিক টাইমস"-সহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়ার্নারের চরিত্রটি হতে যাচ্ছে ক্যামিও, তবে তিনি প্রতিদিনের শুটিংয়ের জন্য নিচ্ছেন ১ কোটি রুপি। সিনেমাটি ২৮ মার্চ মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডেভিড ওয়ার্নার ও তেলেগু ভাষাভাষী দর্শকদের সম্পর্ক বেশ পুরোনো। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে তিনি ৭ মৌসুমে ৯৫টি ম্যাচ খেলেছেন। দক্ষিণ ভারতীয় সিনেমার প্রতি তার ভালোবাসার প্রমাণ মিলেছে তার বিভিন্ন পোস্ট ও ভিডিওতে। বিশেষ করে "পুষ্পা" সিনেমার স্টাইল অনুসরণ করে বানানো ভিডিওগুলো তাকে আরও জনপ্রিয় করে তুলেছে।
"রবিনহুড" একটি অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমা। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নীতিন ও শ্রীলীলা। ওয়ার্নারের অভিনয় যোগ হওয়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।
২৮ মার্চ মুক্তির অপেক্ষায় রয়েছে ওয়ার্নারের প্রথম সিনেমা। এবার দেখা যাক, ২২ গজের পর্দা মাতানো এই তারকা বড় পর্দায় কতটা সফল হন!