Logo
Logo
×

বিনোদন

গুঞ্জনের অবসান, অবশেষে বিয়ে করলেন মেহজাবীন-রাজীব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম

গুঞ্জনের অবসান, অবশেষে বিয়ে করলেন মেহজাবীন-রাজীব

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন থাকলেও কখনোই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে নানা নাটকীয়তার পর অবশেষে প্রকাশ্যে এলো মেহজাবীন ও নির্মাতা আদনান আল রাজীবের বিয়ের ছবি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে তাদের আক্দ অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল পেজে বিয়ের ঘোষণা দিয়ে আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন মেহজাবীন।

তিনি লিখেছেন, "৯ এপ্রিল, ২০১২। একটি বাঁকা দাঁত এবং সুন্দর হাসিওয়ালা ছেলে আমার সঙ্গে দেখা করতে এলো। আমি যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নেড়ে অভিবাদন জানাল। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম, কিন্তু সে চলে যাওয়ার সময় অনুভব করলাম, আমার হৃদয়ের একটি অংশ যেন তার সঙ্গে চলে গেল। আমি তখনই বুঝতে পারলাম, এই সেই মানুষ, যাকে আমি খুঁজছিলাম।"

এরপর তাদের সম্পর্ক দীর্ঘ ১৩ বছর পেরিয়ে অবশেষে ১৪ ফেব্রুয়ারি, ২০২৫-এ চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি।

তিনি আরও লেখেন, "আজ আমরা হাতে হাত রেখে একসঙ্গে জীবন পার করার প্রতিশ্রুতি দিলাম। আদনান আল রাজীব—আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম। আমাদের নতুন জীবনের জন্য সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি, যেন আমরা আজীবন সুখে থাকতে পারি।"

বহু নাটক, বিজ্ঞাপন ও ওয়েব কনটেন্টে একসঙ্গে কাজ করেছেন মেহজাবীন ও রাজীব। তাদের রসায়ন দর্শকদেরও নজর কেড়েছিল। ভক্তদের মনে কৌতূহল থাকলেও এতদিন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি দু'জনের কেউই।

অবশেষে সুখবর দিলেন তারা— ভালোবাসার পূর্ণতা পেল বিবাহের পবিত্র বন্ধনে। তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী, বন্ধু ও ভক্তরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন