Logo
Logo
×

বিনোদন

জন্মদিনে অপরাজিতা আঢ্যকে বিশেষ উপহার দিলেন স্বামী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩ পিএম

জন্মদিনে অপরাজিতা আঢ্যকে বিশেষ উপহার দিলেন স্বামী

ছবি : সংগৃহীত

আজ ওপার বাংলার প্রখ্যাত অভিনেত্রী অপরাজিতা আঢ্যের জন্মদিন। এই বছর তার জন্মদিনটি বিশেষভাবে স্মরণীয় হয়ে উঠেছে। কুম্ভ মেলায় পুণ্যস্নান শেষে, তিনি এই বিশেষ দিনটি উদযাপন করেছেন। সাধারণত, প্রতিবছর শাশুড়ি মায়ের হাতে রান্না করা খাবার নিয়ে জন্মদিন কাটান অপরাজিতা। তবে এ বছরও তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অপরাজিতা বলেন, “মা যা রান্না করে দেয়, সেটা আমার কাছে অমৃতের মতো। সে যাই রান্না করুক, আমি সবই খাই। আমিষ বা নিরামিষ কিছু ভাবি না।”

অপরাজিতা জানান, তিনি এই বছর জন্মদিনের আনন্দে তার স্বামী এবং নাচের স্কুলের এক ছাত্রীর পরিবার নিয়ে কুম্ভ মেলায় গিয়েছিলেন। সেখানে তার গুরুজির ছেলে একটি শিবির আয়োজন করেছিলেন। গুরুজির আমন্ত্রণে সেখানে উপস্থিত হন তিনি।

অপরাজিতা আরও বলেন, “কুম্ভে যাওয়ার আমন্ত্রণ ছিলই, তবে আমার রেজিস্ট্রেশন ছিল না। তখন এয়ারপোর্ট থেকে গাড়ি যেতে দিচ্ছিল না, তাই ১০ কিলোমিটার হাঁটতে হয়েছিল। পরে যমুনায় প্রদীপ ভাসিয়ে দারুণ একটা দিন কাটালাম। সত্যিই অসাধারণ অভিজ্ঞতা ছিল, যা আজীবন মনে থাকবে।”

ত্রিবেণি সঙ্গমে স্নান করা, মাথায় গেরুয়া ওড়না বাঁধার সময় সবাই তাকে মাতাজি ভেবে ভুল করেছিল। অপরাজিতা এসব অভিজ্ঞতাকে তার জন্মদিনের বিশেষ উপহার বলে মনে করেন। তিনি বলেন, “আমার মনে হয়, এসব কিছুই ঈশ্বরের পক্ষ থেকে আমার জন্মদিনের উপহার।”

এছাড়া, স্বামীর কাছ থেকে বিশেষ উপহারও পেয়েছেন তিনি। অপরাজিতা জানান, “ভ্যালেন্টাইনস ডে’তে স্বামী আমাকে কানের দুল উপহার দিয়েছিলেন। সেটাই নাকি আমার জন্মদিনের উপহারও।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন