
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০৭:২৩ এএম
‘স্কাই ফোর্স’ সিনেমার বক্স অফিস আয় সংক্রান্ত সমালোচনার জবাব দিলেন পরিচালক

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪ এএম

ছবি : সংগৃহীত
সম্প্রতি মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’ নিয়ে বক্স অফিস আয় সংক্রান্ত বিতর্ক সৃষ্টি হয়েছে। একজন খ্যাতনামা বাণিজ্য বিশেষজ্ঞ অভিযোগ করেছেন, ছবির আয় বাড়িয়ে দেখানো হয়েছে এবং প্রযোজনা সংস্থা নিজেরাই অতিরিক্ত টিকিট কিনে ব্যবসার পরিসংখ্যানে হেরফের করেছে।
বিশেষজ্ঞের দাবি অনুযায়ী, ভারতে সিনেমাটি ৮০ কোটি টাকার বেশি আয় করেছে এবং প্রথম সপ্তাহেই ১০০ কোটি টাকার মাইলফলক পেরিয়েছে। এই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন ওঠার পর এবার মুখ খুললেন ছবির পরিচালক সন্দীপ কেউলানি।
এক সাক্ষাৎকারে সন্দীপ কেউলানি জানান, “স্কাই ফোর্স”-এর আয় নিয়ে কোনও মিথ্যা তথ্য প্রকাশ করা হয়নি। ছবির সাফল্য একমাত্র দর্শকের ভালোবাসার কারণেই সম্ভব হয়েছে। এখন পর্যন্ত সিনেমাটি ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে, দর্শকরা প্রশংসা করছেন।
বক্স অফিস কালেকশন বিতর্ক নিয়ে তিনি আরও বলেন, “কোনও ভালো সিনেমার মান তার আয় দিয়ে নির্ধারিত হয় না। যেমন, ‘মুন্নাভাই এমবিবিএস’ যদি কারও প্রিয় সিনেমা হয়, তাহলে তিনি তার বক্স অফিস কালেকশন নিয়ে ভাববেন না।”
পরিচালকের মতে, সিনেমার বাণিজ্যিক সাফল্যের সঙ্গে এর গুণগত মানের তুলনা করা ঠিক নয়। এমনও হতে পারে, কোনো ছবি ৩০০ কোটি টাকা ব্যবসা করলেও সেটি ভালো সিনেমা নয়। তবে ‘স্কাই ফোর্স’ নিয়ে তিনি আশাবাদী। তার বিশ্বাস, সিনেমার বিষয়বস্তু দর্শকদের ভালো লাগার যথেষ্ট কারণ রয়েছে।