Logo
Logo
×

বিনোদন

আইসিইউতে বলিউড তারকা সাইফ আলি খান, অস্ত্রোপচার সফল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫৪ পিএম

আইসিইউতে বলিউড তারকা সাইফ আলি খান, অস্ত্রোপচার সফল

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলি খান নিজ বাড়িতে ডাকাতির শিকার হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) রাতে ডাকাতরা তাকে ছয়বার ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানোর পর তার অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।

চিকিৎসকদের মতে, সাইফের শিরদাঁড়ায় গুরুতর আঘাত লেগেছে। অস্ত্রোপচারের পর তারা জানিয়েছেন যে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ আছেন। আশা করা হচ্ছে, দু-একদিনের মধ্যে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

সাইফের চিকিৎসক নীরজ উত্তমণির বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, সাইফ আলি খানের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি সুস্থতার পথে। অপারেশন শেষে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসক আরো জানিয়েছেন যে, সম্ভবত দুই-একদিনের মধ্যে সাইফকে ওয়ার্ডে স্থানান্তর করা হবে। ইনজুরি গভীর ছিল, তবে আমাদের দল পরিস্থিতি ভালোভাবে সামলেছে।

বৃহস্পতিবার দুপুরে সাইফের সহযোগী দলের সদস্যরা এক বিবৃতিতে জানিয়েছেন, সাইফ আলি খানের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি এখন বিপদমুক্ত। তিনি ধীরে ধীরে সেরে উঠছেন এবং চিকিৎসকরা সবসময় তার ওপর নজর রাখছেন। পরিবারের সকল সদস্য নিরাপদে রয়েছেন এবং পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন