আল্লু অর্জুনের বাসভবনে হামলা-ভাঙচুর
‘পুষ্পা ২’ সিনেমার কারণে অভিনেতা আল্লু অর্জুনকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এরই মধ্যে তাঁকে জেলে যেতেও হয়েছে। এবার তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, এবং এই ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আল্লু অর্জুনের বাড়ির সামনে একদল মানুষ প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করছেন। কেউ কেউ বাড়ির পাঁচিলে উঠে ভেতরে ঢিল ছুঁড়ছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গণমাধ্যমের মতে, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যানেলের সদস্যরাই এই হামলার সঙ্গে জড়িত।
রোববার (২৩ ডিসেম্বর) হায়দরাবাদে আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাসভবনে এই হামলার পর, অভিনেতার বাবা আল্লু অরবিন্দ গণমাধ্যমকে জানান, যারা তাদের বাড়িতে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। হামলার সময় আল্লু অর্জুন তার পরিবারের দুই সদস্য ও সন্তানদের নিরাপদ স্থানে সরিয়ে দেন।
আল্লু অর্জুনের বাবা বলেন, "আমাদের বাড়িতে যা ঘটেছে তা সবাই দেখেছে। কিন্তু এখন প্রতিক্রিয়া জানানোর সময় নয়, বরং কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়।"
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে রেবতী নামের এক নারী ভক্তের মৃত্যু হয়। এই ঘটনায় আল্লু অর্জুনের নামে মামলা হয় এবং ১৩ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়। তবে একই দিন হাইকোর্ট থেকে তিনি জামিন পান।