Logo
Logo
×

বিনোদন

রাহাত ফতেহ আলীর কনসার্টে শেখ হাসিনার ফাঁসি চেয়ে সারজিসের স্লোগান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ পিএম

রাহাত ফতেহ আলীর কনসার্টে শেখ হাসিনার ফাঁসি চেয়ে সারজিসের স্লোগান

ছবি : সংগৃহীত

রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে ব্যান্ড সিলসিলার কাওয়ালি গানের মাধ্যমে কনসার্টটি শুরু হয়। আর্মি স্টেডিয়ামে এত মানুষ উপস্থিত যে তিল ধারনের জায়গা নেই। ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম ও স্কাইট্র্যাকার লিমিটেড যৌথভাবে এই কনসার্টের আয়োজন করেছে। কনসার্টে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের শতাধিক সদস্য উপস্থিত রয়েছেন।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য এই কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্ট থেকে প্রাপ্ত সকল অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে, যা শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করে।

সন্ধ্যায় মঞ্চে ওঠেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি শেখ হাসিনার ফাঁসি দাবি করে স্লোগান দেন। কনসার্টে উপস্থিত হাজারো মানুষ তার সঙ্গে গলা মেলায়।

সারজিস আলম স্লোগান দেন— ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ।

কনসার্টে সংগীত ছাড়াও জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার ছিল।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন