Logo
Logo
×

বিনোদন

তনুর গ্রাফিতির ওপর পোস্টার : তীব্র সমালোচনায় মেহজাবীনের ক্ষমা প্রার্থনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ পিএম

তনুর গ্রাফিতির ওপর পোস্টার : তীব্র সমালোচনায় মেহজাবীনের ক্ষমা প্রার্থনা

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা “প্রিয় মালতী” (২০ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি প্রচার উপলক্ষে বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যান এই অভিনেত্রী। সেখানে নিজ হাতে বিভিন্ন দেয়ালে পোস্টার লাগান তিনি। তবে দেয়ালে পোস্টার লাগাতে গিয়ে বিতর্কিত কাণ্ড ঘটিয়ে বসেন মেহজাবীন যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্য সমালোচনার মুখে পড়েন তিনি।

একটি ভিডিওতে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাচে ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার লাগাচ্ছেন অভিনেত্রী। এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ এক ফেসবুক স্ট্যাটাসে মেহজাবীনকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন।

কিছুক্ষণ পরে সন্ধ্যায় টিএসসিতে হাজির হয়ে সশরীরে উপস্থিত হয়েই ডাচের দেয়ালে গ্রাফিতির ওপর সাঁটানো সিনেমার পোস্টার তুলে ফেলেন তিনি।

এ ঘটনার পর মেহজাবীন তার ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ক্ষমা চেয়েছেন। মেহজাবীন তার পোস্টে বলেন,

'প্রিয় মালতী' চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম (১৭ ডিসেম্বর) টি.এস.সি-তে গিয়েছিলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচণ্ড ভিড় ও অনিবার্যকারণবশত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যস্থাপনায় একটি পোস্টার শহিদ তনুর গ্রাফিতির ওপরে সাঁটানো হয়ে যায়। আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান। পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেছি।

আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যাবস্থপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সকল সহযোগিতার জন্য।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন