Logo
Logo
×

বিনোদন

দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই গাটছড়া বাঁধলেন কীর্তি সুরেশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ পিএম

দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই গাটছড়া বাঁধলেন কীর্তি সুরেশ

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন প্রেম করার পর পরিণয় পেল ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশের ভালোবাসা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টোনি থাটির সঙ্গে গাটছড়া বাঁধেন জনপ্রিয় এই অভিনেত্রী। বিয়ের আসরে কাঁদতে দেখা যায় কীর্তি সুরেশকে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, আজ (১২ ডিসেম্বর) ভারতের পর্যটন এরিয়া গোয়াতে বসে কীর্তি-অ্যান্টোনির বিয়ের আসর। ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। দুই পরিবারের সদস্য ছাড়া বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা বিয়েতে উপস্থিত ছিলেন।

আজ দুপুরে বিয়ের বেশ কিছু ছবি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন কীর্তি সুরেশ। তাতে দেখা যায়, ঐতিহ্য মেনে শাড়ি-গহনায় কনে সেজেছেন কীর্তি। প্রিয় মানুষের গলায় মালা পরানোর সময়ে চোখের জল ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী।

ওটিটি প্লে ডটকম এক প্রতিবেদনে জানায়, আজ হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন কীর্তি-অ্যান্টোনি। আগামীকাল খ্রিষ্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এই প্রেমিক যুগল।

২০০০ সালে মালায়ালাম ভাষার ‘পাইলট’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন কীর্তি সুরেশ। এরপর আরো বেশ কটি সিনেমা ও টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি।

২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘গীতাঞ্জলি’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন কীর্তি। এ পর্যন্ত তার অভিনীত ৩৭টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার হাতে আরো ৩টি সিনেমার কাজ রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন