Logo
Logo
×

বিনোদন

টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ফাঁস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পিএম

টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ফাঁস

টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ফাঁস

সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের টিকটক তারকাদের। কয়েক মাসের মধ্যে অন্তত পাঁচ টিকটকারের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে দেশটির শোবিজ অঙ্গনে। সদ্যই কানওয়াল আফতাবের ভিডিও ফাঁসের ঘটনা আলোচনা তৈরি করে। এর আগে মিনাহিল মালিক, ইমশা রহমান এবং মাথিরা খান এই সমস্যার সম্মুখীন হয়েছেন।

এবার আরেক টিকটক তারকা মরিয়ম ফয়সালের ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম থেকে পাওয়া খবর, মরিয়ম ফয়সালের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু এমন ব্যক্তিগত ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সেই ছবি এবং ভিডিওগুলো এক্স,  হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, টিকটক তারকাদের ব্যক্তিগত মুহূর্তের এসব দৃশ্য ছড়িয়ে পড়ায় সামাজিকভাবে হেনস্তার মুখে পড়ছেন তারা, মানসিকভাবে ভেঙেও পড়েছেন। ফলে আইনি ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন তারা।

যদিও বিষয়টি নিয়ে ভুক্তভোগী মরিয়ম এখনও মুখ খোলেননি। তবে কারা ভিডিও ফাঁসের সঙ্গে জড়িত তা এখনও বের করা সম্ভব হয়নি। তবে এ নিয়ে তৎপর পাকিস্তানি পুলিশ, চলছে জোর তদন্ত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন