Logo
Logo
×

বিনোদন

নাটককে বিদায় জানালেন ফারিয়া শাহরিন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ পিএম

নাটককে বিদায় জানালেন ফারিয়া শাহরিন

ছবি: সংগৃহীত

আপাতত নাটককে বিদায় জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। সোশ্যাল মিডিয়ায় নাটককে বিদায় জানানোর কারণও জানিয়েছেন লাক্স তারকা এ অভিনেত্রী।

সোমবার (২ ডিসেম্বর) ফারিয়া তার ভেরিফায়েড ফেসবুকে জানান, আর নাটকে দেখা যাবে না তাকে। সংসার ও সন্তান নিয়ে ব্যস্ত থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

ফারিয়া ফেসবুকে লেখেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারো ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোন টাই আমি অনেক দিন ইউজ করিনি। সো সবার রিপ্লাই একসাথে দিচ্ছি, আপাতত নাটক এ কাজ করছি না। কবে করব, এটাও জানি না কিন্তু ভালো টিভিসি হলে করবো। ধন্যবাদ।’ 

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পরিচিতি পান ফারিয়া। এরপর বিজ্ঞাপনে মডেল ও নাটকে অভিনয়ে ক্যারিয়ার গড়ে তোলেন। 

ব্যক্তি জীবনে ২০২১ সালে আংটি বদলের পর ২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন ফারিয়া। চলতি বছরের মে মাসে দেখেন প্রথম সন্তানের মুখ। এরপর থেকেই শোবিজপাড়া থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আপাতত নাটকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন