Logo
Logo
×

বিনোদন

অভিনয় থেকে অবসরের ঘোষণা দিলেন ‘টুয়েলভথ ফেইল’ অভিনেতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পিএম

অভিনয় থেকে অবসরের ঘোষণা দিলেন ‘টুয়েলভথ ফেইল’ অভিনেতা

‘টুয়েলভথ ফেইল’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ছবি: সংগৃহীত

‘টুয়েলভথ ফেইল’ খ্যাত  জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি নিশ্চিত করেছেন যে ২০২৫ সালের পর আর কোনো সিনেমায়  দেখা যাবে না তাকে। 

দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিচ্ছিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। অনেকের মতে ক্যারিয়ারের সবচেয়ে সুসময় রয়েছেন তিনি। অথচ এই সময়েই তিনি জানিয়ে দিলেন আর অভিনয় না করার সিদ্ধান্ত।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ইনস্টাগ্রামে দেয়া একটি নোটে বিক্রান্ত লিখেছেন, গত কয়েক বছর অসাধারণ ছিল। আপনাদের অটুট ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। তবে এখন সময় হয়েছে সবকিছু নতুন করে ভাবার এবং ঘরে ফেরার। একজন স্বামী, বাবা এবং পুত্র হিসেবে। এবং একজন অভিনেতা হিসেবে।

তিনি আরও লিখেছেন, ২০২৫ সালে আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব। শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য। চিরকাল কৃতজ্ঞ।

গতবছর ‘টুয়েলভথ ফেইল’ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংস কুড়িয়েছেন বিক্রান্ত ম্যাসি। ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবনসংগ্রাম গল্পে নির্মিত ‘টুয়েলভথ ফেইল’ সিনেমাটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মনোজ চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত ম্যাসি।

দুই দশকের বেশি সময় ধরে বলিউড, টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন বিক্রান্ত ম্যাসি। ২০০৯ সালে ‘বালিকা বধূ’ সিরিজ দিয়ে পরিচিতি পান বিক্রান্ত। ‘টুয়েলভথ ফেইল’ ছাড়াও ‘হাসিনা দিলরুবা’, ‘সবরমতী রিপোর্ট’, এবং ‘সেক্টর থার্টি সিক্স’-এর মতো সিনেমাগুলোয় তার অভিনয় সমালোচকদের পাশাপাশি দর্শকদেরও মুগ্ধ করেছে। সর্বশেষ ‘সবরমতী রিপোর্ট’-এ তাকে দেখা গেছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন