ডনগিরি খ্যাত চিত্রপরিচালক শাহ আলম মণ্ডল আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১১:১০ এএম
চিত্রপরিচালক শাহ আলম মণ্ডল
‘ডনগিরি’ খ্যাত চিত্রপরিচালক শাহ আলম মণ্ডল মারা গেছেন। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর গুলশানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শাহ আলম মণ্ডলের বয়স হয়েছিল ৪৭ বছর।
মৃত্যুর খবরটি খবর জানিয়েছেন নায়ক কায়েস আরজু। তিনি বলেন, ‘আজ রাতে শাহ আলম মণ্ডলের মগবাজারের বাসায় কিছুক্ষণ রাখার পর গ্রামের বাড়ি রংপুরে দাফনের উদ্দেশে নেওয়া হবে। সেখানে তাকে রোববার দাফন করা হবে।’
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন শাহ আলম মণ্ডল। তার দুটি কিডনি ড্যামেজ ছিল। কয়েকদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
শাহ আলম মণ্ডল তিনটি সিনেমা পরিচালনা করেছেন। তার প্রথম সিনেমা ছিল ‘ভালোবাসা সীমাহীন’। এ সিনেমার মাধ্যমে পরীমনি নায়িকা হিসেবে সিনেমায় পা রাখেন। বাকি দুটি সিনেমা হলো ‘আপন মানুষ’ ও ‘ডনগিরি’।