Logo
Logo
×

বিনোদন

পাইরেসির কবলে শাকিবের ‘দরদ’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম

পাইরেসির কবলে শাকিবের ‘দরদ’

ছবি: সংগৃহীত

পাইরেসি ঢাকাই চলচ্চিত্রের ‘দুষ্টক্ষত’। এক সময় চলচ্চিত্র শিল্পে পাইরেসি মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল। বলাবাহুল্য এতে ক্ষতির সম্মুখীন হতেন প্রযোজক। বর্তমানে পাইরেসি অনেকটাই কমেছে।  তরপরও সতর্ক থাকে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।

কারণ অতীতে দেখা গেছে সতর্কতার মধ্যেও আলোচিত সিনেমাগুলো পাইরেসির শিকার হয়েছে। এমন ঘটনা ঘটেছে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমার ক্ষেত্রে। মুক্তির এক সপ্তাহ যেতে না যেতেই ইউটিউবে ছড়িয়ে পড়েছে সিনেমাটি।

শুক্রবার (১৫ নভেম্বর) ‘দরদ’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বাংলাদেশের বাইরে কয়েকটি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।

অনন্য মামুন পরিচালিত সিনেমাটি শাকিব খানের প্রথম সর্বভারতীয় সিনেমা। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সোনাল চৌহান, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, রিওসহ অনেকে।

এর আগে গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমাটিও পাইরেসির কবলে পড়েছিল। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটিও ফাঁস হয় ইউটিউবে।

একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির নয় দিনের মাথায় সিনেমাটি পাইরেসির কবলে পড়ে। গত জুন মাসের ১৭ তারিখ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন