Logo
Logo
×

বিনোদন

শুরু হচ্ছে ‘গেম অব থ্রোনস’ সিনেমা নির্মাণের কাজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০২:০১ পিএম

শুরু হচ্ছে ‘গেম অব থ্রোনস’ সিনেমা নির্মাণের কাজ

শুরু হচ্ছে ‘গেম অব থ্রোনস’ সিনেমা নির্মাণের কাজ

গেম অব থ্রোনস দর্শকদের জন্য আনন্দের সংবাদ নিয়ে এসেছে নির্মাতারা। কারণ- সম্প্রতি শুরু হয়েছে ‘গেম অব থ্রোনস’ নিয়ে সিনেমা নির্মাণের কাজ। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ফোর্বস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সিনেমাটি প্রযোজনা করছে ওয়ার্নার ব্রো’স। বর্তমানে, স্ক্রিপ্ট থেকে শুরু করে সবকিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত প্রকল্পটির সঙ্গে কোনো পরিচালক, অভিনেতা বা চিত্রনাট্যকার যুক্ত হননি।

২০১৪ সালে, ফ্র্যাঞ্চাইজিটির লেখক জর্জ আর আর মার্টিন বলেছিলেন, তিনি এটি নিয়ে কয়েকটি সিনেমা নির্মাণে আগ্রহী। যদিও টিভি চ্যানেল এইচবিও প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলো। তবে ঘুরেফিরে আবার সিনেমা তৈরির সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা।

অবশ্য সিনেমা নির্মাণের সিদ্ধান্ত এবারই প্রথম নয়। এর আগে, ২০১৪ সালেও ‘গেম অব থ্রোনস’ সিনেমা নির্মাণ নিয়ে আলোচনা হয়েছিল। ওই সময়, ফ্র্যাঞ্চাইজিটির লেখক জর্জ আর আর মার্টিন বলেছিলেন, তিনি এটি নিয়ে কয়েকটি সিনেমা নির্মাণে আগ্রহী। যদিও টিভি চ্যানেল এইচবিও প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল।

বর্তমানে ‘গেম অব থ্রোনস’ সিরিজ শেষ হওয়ার পর শুধু একটি প্রিক্যুয়েল প্রকল্প ‘হাউস অব দ্য ড্রাগন’ সম্প্রচার হয়েছে। এই ফ্যান্টাসি ড্রামার দ্বিতীয় সিজন গত আগস্টে শেষ হয়েছে। সিরিজটির জন্য তৃতীয় সিজনও নিশ্চিত করা হয়েছে, যা চলতি বছরের শুরুতে ঘোষণা করা হয়।

‘গেম অব থ্রোনস’–এর অন্য প্রকল্পগুলোর মধ্যে বর্তমানে চলমান ‘টেন থাউজেন্ড শিপস’ স্পিন–অফ এবং প্রিক্যুয়েল সিরিজ ‘অ্যা নাইট অব দ্য সেভেন কিংডমস’। তবে সিরিজটি শেষ হওয়ার পর মোট পাঁচটি প্রকল্প ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে একটি হলো ‘হাউস অব দ্য ড্রাগন’। এর মধ্যে দুটি প্রকল্প বাতিল হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher
Email: [email protected]

অনুসরণ করুন