একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪ টা ২০ মিনেটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
মাসুদ আলী খানের মৃত্যু সংবাদটি গণমাধ্যমে নিশ্চিত করেন অভিনেতার পরিবারের সদস্য শারমিনা আহমেদ।
এদিকে অভিনেতার সহকারী রবিন মন্ডল জানান, বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন প্রবীণ এই শিল্পী। চিকিৎসার জন্য কয়েকবার নেয়া হয়েছিলো হাসপাতালে। চলছিলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা।
আরো জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন। ঘর থেকেও তেমন একটা বের হতে পারতে না। হাঁটাচলাতেও ছিলো সমস্যা। ঘরের বাইরে গেলেও হুইল চেয়ারই ছিলো ভরসা। সেজন্য তার বেশিরভাগ সময় কেটেছে ঘরের ভেতরে।
প্রসঙ্গত, ১৯৫৬ সালে এ দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন মাসুদ আলী খান। সেই থেকে অভিনয়ে ব্যস্ততা বেড়ে যায়। ৫ দশকেরও বেশি সময় টানা অভিনয় করেছেন তিনি।
তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘দুই দুয়ারি’, ‘দীপু নাম্বার টু’, ‘মাটির ময়না’। তার অভিনীত আলোচিত কয়েকটি নাটক হচ্ছে ‘কূল নাই কিনার নাই’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’।