Logo
Logo
×

বিনোদন

সানি লিওনকে নিয়ে নতুন সমালোচনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৩:৪৩ পিএম

সানি লিওনকে নিয়ে নতুন সমালোচনা

সানি লিওনকে নিয়ে নতুন সমালোচনা

সাবেক পর্ণ তারকা সানি লিওনকে নিয়ে কৌতুহলের শেষ নেই। এতটাই যে বিকিনি লুকে তার ফিল্মি পোস্টার হোক বা টুইটার অ্যাকাউন্টে তার কোনো আপডেট। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ভাইরাল।পর্নদুনিয়া ছেড়ে অভিনয়ে নাম লিখেয়েছেন সানি লিওন। ইতোমধ্যে কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরও কেড়েছেন তিনি। 

এবার রাজ্যের দুই কলেজের মেধাতালিকায় স্থান করে নিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে হতবাক অভিনেত্রীর ভক্তরা। শুরু হয়েছে তাকে নিয়ে নতুন সমালোচনা। এ নিয়ে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার লিখেছে, কলকাতার আশুতোষ কলেজ থেকে ইংলিশে স্নাতক করতে চান সানি। সেই কলেজের ইংরেজি বিভাগের ভর্তির মেধাতালিকায় রয়েছে তার নাম। অন্যদিকে, বজবজ নামের একটি কলেজের মেধাতালিকাতেও নাম উঠেছে সানির। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ।

মেধা তালিকার এ বিতর্কে গা ভাসিয়ে লস অ্যাঞ্জেলেসে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেছেন সানি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘তোমরা কি আমার সেমিস্টারে।’ সানির এ খবর দেখে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, কেউ রসিকতা করতেই নাম ভাঙিয়ে তথ্য বিকৃত করে ঘটনাটি ঘটিয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন