ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির প্রেম জীবন নিয়ে গুঞ্জন চলছে বহুদিন ধরে। ২০২২ সাল থেকেই শোনা যাচ্ছে, তিনি ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও এ বিষয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি ‘অ্যানিমেল’খ্যাত এই তারকা। তবে এবার সেই জল্পনাই যেন আরও জোরালো হলো।
গত শুক্রবার (৩০ জানুয়ারি) স্যাম মার্চেন্টের জন্মদিনে পরিবারের সঙ্গে উদযাপনে যোগ দেন তৃপ্তি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসিমুখে জন্মদিনের কেক কাটার মুহূর্তে হাততালি দিচ্ছেন তিনি, আবার কখনো পরিবারের সদস্যদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠছেন। হলুদ শার্ট ও ঢিলেঢালা জিনসে তার উপস্থিতি যেন পরিবারেরই একজন সদস্যের মতো মনে হচ্ছিল।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর বলিপাড়ায় নতুন করে আলোচনায় এসেছে তাদের সম্পর্ক। অনেকেই মনে করছেন, বিশেষ দিনে এভাবেই হয়তো দুজনের সম্পর্কের গুঞ্জনে সিলমোহর দিলেন তারা। যদিও এখনো পর্যন্ত তৃপ্তি বা স্যাম কেউই বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করেননি।
তৃপ্তি সামাজিক মাধ্যমে স্যামকে শুভেচ্ছা জানিয়ে জন্মদিনের কিছু ছবি শেয়ার করেছেন, যা দেখে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন।



