Logo
Logo
×

বিনোদন

অবসরের কারণ জানালেন অরিজিৎ সিং

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

অবসরের কারণ জানালেন অরিজিৎ সিং

দুই দশকের সফল ক্যারিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে সিনেমার গান বা প্লে-ব্যাক থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন বলিউডের সুরের জাদুকর অরিজিৎ সিং। বাংলা হোক বা হিন্দি যার কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে থাকে কোটি প্রাণ, সেই অরিজিতের গান আর সিনেমায় শোনা যাবে না, এমন খবর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভক্তদের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের এই সাহসী সিদ্ধান্তের পেছনের কারণ খোলসা করেছেন শিল্পী নিজেই। অরিজিৎ জানান, দীর্ঘ সময় ধরে একই ধরনের কাজ করতে গিয়ে একঘেয়েমি চলে আসছিল তার মধ্যে।

 তিনি লেখেন, ‘এমন সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই ভেবেছিলাম, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। এবার সেই সাহসটা পেয়ে গিয়েছি। আসলে একটা কাজ দীর্ঘদিন ধরে করলে আমার বড্ড একঘেয়েমি চলে আসে। যে কারণে আমার গানের অ্যারেঞ্জমেন্টেও নানা বদল করি। তাই এবার নতুন ধরনের সঙ্গীতের খোঁজে ডুব দিলাম।’

নতুনদের জন্য পথ ছেড়ে দেওয়া শুধুমাত্র একঘেয়েমি নয়, অরিজিতের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে নতুন প্রজন্মের শিল্পীদের সুযোগ করে দেওয়ার মহৎ উদ্দেশ্যও। তিনি জানান, নতুনদের অনুপ্রেরণা হতেই এখন তিনি বেশি আগ্রহী। গায়কের কথায়, ‘আমি ভীষণভাবে নতুনদের গান শুনতে চাই। নতুনরা আমায় অনুপ্রেরণা জোগাবে, সেদিকেই তাকিয়ে আছি আমি।’

২০১০ সালে তেলুগু ছবি 'কেডি'-র মাধ্যমে সিনেমা জগতে পা রেখেছিলেন অরিজিৎ। বলিউডে তার যাত্রা শুরু হয় 'মার্ডার ২' ছবির মাধ্যমে। তবে ২০১৩ সালে 'আশিকী ২' ছবির গান তাকে রাতারাতি মহাতারকায় পরিণত করে। এরপর দীর্ঘ প্রায় ২০ বছর ধরে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি। তবে প্লে-ব্যাক ছাড়লেও সংগীতের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হচ্ছে না; বরং নতুন ঘরানার মিউজিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেই এই বিরতি নিচ্ছেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন