Logo
Logo
×

বিনোদন

সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম

সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ

ছবি : সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)। আগামী ৫ বছরের জন্য এ নিবন্ধনের বৈধতা কার্যকর থাকবে। এর মাধ্যমে বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতৃত্বদানকারী বৈধ অভিভাবক সংগঠন হিসেবে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের অবস্থান আরও সুদৃঢ় হলো।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সদস্য সংগঠন হিসেবেও যুক্ত রয়েছে। বর্তমানে সারা দেশে সংগঠনটির সদস্য চলচ্চিত্র সংসদের সংখ্যা ৫০টির বেশি।

গত ১০ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র সম্মেলন ২০২৫ থেকে সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জহিরুল ইসলাম কচি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন মোহাম্মদ নূরউল্লাহ।

উল্লেখ্য, এই অঞ্চলে প্রায় ৬ দশক ধরে চলমান চলচ্চিত্র সংসদ আন্দোলন বিগত কয়েক বছর ধরে নানা কারণে স্থবির হয়ে পড়েছিল। সরকারি নিবন্ধন লাভের মধ্য দিয়ে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের নতুন কমিটির যাত্রা শুরু হওয়ায় চলচ্চিত্র অঙ্গনে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন চলচ্চিত্র সংসদকর্মীরা।

তাদের মতে, এই উদ্যোগের ফলে ভবিষ্যতে বাংলাদেশে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনসহ বিকল্প ও শিল্পমানসম্পন্ন চলচ্চিত্র চর্চা নতুন করে প্রাণ ফিরে পাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন