Logo
Logo
×

বিনোদন

ওটিটিতে আসছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম

ওটিটিতে আসছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

ছবি : সংগৃহীত

আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে সব হিসাব পাল্টে দিয়ে আলোচনার শীর্ষে উঠে এসেছে। রণবীর সিং ও অক্ষয় খান্নার অভিনীত এই সিনেমা ইতিমধ্যে ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির তকমা অর্জন করেছে।

প্রেক্ষাগৃহে রেকর্ড গড়ার পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে ছবিটি। ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্ক জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ‘ধুরন্ধর’। মুক্তির দেড় মাসের মধ্যেই ওটিটিতে আসায় দর্শকদের আগ্রহ তুঙ্গে।

বলিউড সূত্রে জানা গেছে, ‘ধুরন্ধর’ ও এর সিকুয়েলের ডিজিটাল স্বত্ব মিলিয়ে নেটফ্লিক্সের সঙ্গে প্রায় ১৩০ কোটি রুপির চুক্তি করেছে প্রযোজনা সংস্থা। এটিকে রণবীর সিংয়ের ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

গত ৫ ডিসেম্বর মুক্তির পর থেকে ছবিটি দুর্দান্ত গতিতে এগোচ্ছে। সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ১,৩৩৯ দশমিক ৮০ কোটি রুপি। শুধু ভারতেই ৪৮ দিনে আয় করেছে প্রায় ৮৮৪ কোটি রুপি এবং গ্রস সংগ্রহ প্রায় ৯৯৫ কোটি রুপি। সানি দেওলের ‘গদর ২’ ও অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-কে পেছনে ফেলে বর্তমানে এটি ভারতের শীর্ষ হিন্দি সিনেমা।

পরিচালক আদিত্য ধর ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সিকুয়েল ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ আগামী ১৯ মার্চ মুক্তি পাবে। দ্বিতীয় পর্বে রণবীর সিংয়ের চরিত্র ‘জসকিরত সিং রাঙ্গি’ কীভাবে লিয়াকতপুরীর ডন ‘হামজা আলি মাজারি’ হয়ে ওঠেন, সেই গল্প তুলে ধরা হবে। পাশাপাশি অক্ষয় খান্নার চরিত্র ‘রহমান ডাকাত’-এর অতীত রহস্যও উন্মোচিত হবে।

তবে একই দিনে মুক্তি পাচ্ছে কন্নড় তারকা ইয়াশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’। ফলে দুই সুপারস্টারের এই মুখোমুখি লড়াইকে ইতিমধ্যেই বিনোদন মহল আখ্যা দিয়েছে ‘ক্ল্যাশ অফ দ্য টাইটানস’।

সব মিলিয়ে, ‘ধুরন্ধর’ শুধু রণবীর সিংয়ের ক্যারিয়ারে নয়, ভারতীয় সিনেমার ক্ষেত্রেও নতুন উচ্চতা ছুঁয়েছে। এখন দেখার বিষয়—৩০ জানুয়ারি নেটফ্লিক্সে এবং ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিকুয়েল সেই উন্মাদনা কতটা ধরে রাখতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন