Logo
Logo
×

বিনোদন

ইউটিউবে নাম বদলে মুক্তি পেল অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১১:৩১ এএম

ইউটিউবে নাম বদলে মুক্তি পেল অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির জীবনকেন্দ্রিক গল্প নিয়ে অরুণ চৌধুরী নির্মাণ করেছিলেন সিনেমা ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্রটি গত বছর ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবার সিনেমাটি মুক্তি পেল ইউটিউবে, তবে ভিন্ন নামে।

টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ শিরোনামে দেখা যাচ্ছে সিনেমাটি। যদিও ‘জলে জ্বলে তারা’ ইউটিউবে মুক্তি পেয়েছে প্রায় তিন মাস আগে, বিষয়টি এতদিন অনেকেরই অজানা ছিল। সম্প্রতি ফেসবুকে পোস্ট দিয়ে সিনেমাটির ইউটিউব মুক্তির খবর জানান নির্মাতা অরুণ চৌধুরী।

নাম পরিবর্তনের বিষয়ে তিনি জানান, ডিস্ট্রিবিউটরের ইচ্ছার কারণেই ইউটিউবে প্রকাশের সময় সিনেমার নাম বদলানো হয়েছে।

‘জলে জ্বলে তারা’ সিনেমায় সার্কাসকন্যা তারা চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। নদীর তীরে বসবাসকারী এই চরিত্রটি নানা জায়গায় ঘুরে ঘুরে সার্কাস প্রদর্শন করে জীবিকা নির্বাহ করে। চরিত্রটি নিয়ে আজকের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলা জানিয়েছিলেন, এই চরিত্র ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসেরও প্রয়োজন ছিল।

সিনেমায় মিথিলার বিপরীতে হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোস্তাফিজ নূর ইমরান ও মনিরা মিঠু প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন