Logo
Logo
×

বিনোদন

এনটিআর একজন ক্রেজি, পাগল ড্রাইভার: রাম চরণ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

এনটিআর একজন ক্রেজি, পাগল ড্রাইভার: রাম চরণ

সম্প্রতি একটি অটো শোতে নিজের বন্ধু ও আরআরআর’র সহ-অভিনেতা জুনিয়র এনটিআরের ড্রাইভিং দক্ষতা নিয়ে কথা বলেছেন রাম চরণ। তিনি এনটিআরকে ‘পাগলাটে’ ও ‘ক্রেজি’ ড্রাইভার বলে উল্লেখ করেন।

রাম চরণ সম্প্রতি অটোমোবাইল শো কারস উইথ স্টারস-এর সিজন ২–এর ফাইনালে অতিথি হিসেবে হাজির হন। সেখানে তাকে প্রশ্ন করা হয়—চলন্ত গাড়িতে যাত্রী আসনে বসে ২৫০ কিমি/ঘণ্টা গতিতে কার ড্রাইভিংয়ের ওপর তিনি ভরসা করবেন। এক মুহূর্ত না ভেবেই রাম চরণ তার বন্ধু ও আরআরআর সহ-অভিনেতা জুনিয়র এনটিআরের নাম নেন। তবে একই সঙ্গে তিনি বলেন, এনটিআর একজন ‘ক্রেজি, পাগল’ ড্রাইভার। 

শোতে রাম জানান, তিনি নিজে গাড়ির চালকের আসনে বসতে বেশি স্বচ্ছন্দ, যাত্রী আসনে নয়। এরপর বিস্তারিত না গিয়েই বলেন, ‘খুব কম সহ-অভিনেতাই আছেন যারা ড্রাইভিং উপভোগ করেন। আমার মনে হয়, এনটিআর একজন ক্রেজি, পাগল ড্রাইভার। যেসব বন্ধু তার সঙ্গে যাত্রী আসনে বসেছে, তাদের কাছ থেকে খুব অদ্ভুত অভিজ্ঞতার কথা শুনেছি। আমারও তার সঙ্গে একবার এমন অভিজ্ঞতা হয়েছে। তবে আমার ধারণা, এদের মধ্যে সে-ই সবচেয়ে নিরাপদ।’

এরপর যখন জানতে চাওয়া হয়, এমন কোনো অভিনেতা আছেন কি না যার সঙ্গে তিনি কখনোই গাড়িতে বসতে চাইবেন না—রাম চরণ নাম বলতে অস্বীকৃতি জানান।

এস এস রাজামৌলি যখন এনটিআর ও রামকে নিয়ে একটি ছবি বানানোর ঘোষণা দেন, তখন ভক্তরা বিস্মিত হন। কারণ নন্দমুরি ও কোনিদেলা পরিবারের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার ধারণা ছিল। আরআরআর –এর প্রচারের সময় রাম চরণ সংবাদমাধ্যমকে বলেন, ‘তিন দশকের বেশি সময় ধরে প্রতিদ্বন্দ্বিতার খবর শুনে আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম। তাই আমাদের একমাত্র পথ ছিল বন্ধুত্ব।’

এদিকে এনটিআর বলেন, ‘এটা একটা সাপোর্ট সিস্টেম। আমরা একে অপরকে পরিপূরক করি, আর কিছু গোপন কথা ভাগাভাগি করতে পারি—যেগুলো কখনোই বাইরে আসবে না।’

জানা যায়, বহু বছর আগে একটি সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন