Logo
Logo
×

বিনোদন

‘পঞ্চায়েত ৫’ কবে মুক্তি পাবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩০ এএম

‘পঞ্চায়েত ৫’ কবে মুক্তি পাবে

সাদামাটা জীবনের গল্প বলে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। অ্যামাজন প্রাইম ভিডিওর এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটি এবার পা রাখতে যাচ্ছে পঞ্চম মৌসুমে। ফুলেরার মাটির গন্ধে মাখা হাস্যরস আর সাধারণ মানুষের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে সঙ্গী করে ২০২৬ সালেই মুক্তি পেতে যাচ্ছে ‘পঞ্চায়েত ৫’।

চতুর্থ সিজনের রেশ যেখানে শেষ গত সিজনগুলোতে আমরা দেখেছি গ্রামপ্রধানের নির্বাচন কীভাবে পাল্টে দিয়েছে ফুলেরার চালচিত্র। সিজন ৪-এর সবচেয়ে বড় চমক ছিল মঞ্জু দেবীর হার এবং ক্রান্তি দেবীর নতুন প্রধান হিসেবে উত্থান। তবে দর্শক মহলে সবচেয়ে বেশি স্বস্তি এনেছে সচিবজি ওরফে অভিষেক ত্রিপাঠীর ‘ক্যাট’ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।

প্রথম সিজন থেকে যে সংগ্রামের সাক্ষী দর্শক ছিলেন, তার পূর্ণতা পেয়েছে গত মৌসুমে।  ‘পঞ্চায়েত ৫’-এর মূল কেন্দ্রবিন্দুতে থাকবে সচিবজির ভবিষ্যৎ। ক্যারিয়ারের স্বপ্ন আর ফুলেরার মায়া এই দুইয়ের দোলাচলে কোন পথ বেছে নেবেন তিনি? পাশাপাশি সচিবজি ও রিঙ্কির সম্পর্কের রসায়ন এবার আরও পরিণত ও আবেগঘন রূপ নিতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, ফুলেরার রাজনীতিতেও বইছে নতুন হাওয়া। নতুন প্রধান হিসেবে ক্রান্তি দেবী কীভাবে প্রশাসনিক দায়িত্ব সামলান এবং বিরোধী শিবিরের সাথে তার সংঘাত কীভাবে হাস্যরসের জন্ম দেয়, তা দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।

যদিও অ্যামাজন প্রাইম ভিডিওর পক্ষ থেকে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে, ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ পর্দায় ফিরছে এই সিরিজ। পূর্বের সাফল্যের ধারা বজায় রাখতে মূল কাস্টের সবাইকেই দেখা যাবে এবারের মৌসুমেও। জীতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সনভিকা, ফয়জল মালিক এবং চন্দন রায়ের মতো চেনা মুখগুলো আবারও মাতিয়ে রাখবেন ফুলেরার আঙিনা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন