Logo
Logo
×

বিনোদন

সুখবর দিলেন প্রিয়াঙ্কা জামান

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

সুখবর দিলেন প্রিয়াঙ্কা জামান

ছবি : সংগৃহীত

হালের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানগত বছরের নভেম্বরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হনবিয়ের কমাস পেরোতেই আরেকটি সুখবর দিলেন তিনি

সম্প্রতিঅভিনেত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, মা হচ্ছেন তিনিচিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, চলতি বছরের জুলাই নাগাদ পৃথিবীতে তার সন্তানের আগমনের কথা রয়েছে

সাধারণত অভিনয় ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে কম-বেশি ভালই আলোচনায় থাকেন প্রিয়াঙ্কা

এর আগে ধার্মিক ছেলেকে বিয়ে করবেন জানিয়ে বেশ আলোচনায় আসেন তিনিঅবশ্য গাঁটছাড়া বাধার পর অভিনেত্রী জানিয়েছিলেন, তার বর নামাজ কাজা করেন না। তাই সংসার জীবনে তিনি অনেক সুখী।

এদিকে বুধবার (১৪ জানুয়ারি) অভিনেত্রীর জন্মদিনের ঠিক আগমুহুর্তে নতুন সুখবর দিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘নিজের জন্মদিন। জীবনের আরও একটি অধ্যায় পার হচ্ছে। এরমাঝে আবার মা হতে যাচ্ছি। খুশী লাগছে, আবার লজ্জাও পাচ্ছি।’

আগামী জুলাই মাসে সন্তান প্রসবের সম্ভাবনার কথা জানিয়ে অভিনেত্রী জানান, আল্লাহ চাইলে আরও আগে আসতে পারে। তবে আপাতত সিজারের মাধ্যমে সন্তান প্রসবের ইচ্ছে প্রিয়াঙ্কার।

সন্তান জন্মের আগেই তাদের নামও ঠিক করে রেখেছেন এ দম্পতি। এ সম্পর্কে তিনি বলেন, ‘ছেলে হলে নাম রাখবেন আফফান বিন রাকিব, আর মেয়ে হলে নাম হবে মারিয়াম বিনতে রাকিব। নিজের খুশির খবর জানিয়ে ভক্ত-অনুরাগীদের কাছেও দোয়া চেয়েছেন প্রিয়াঙ্কা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন