মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন হিরো আলম
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
উচ্চ আদালত থেকে আপিলে রায় পেয়েছেন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। হাইকোর্টের এই রায়ের মাধ্যমে তার মনোনয়নপত্র জমা নেওয়ার ক্ষেত্রে যে বাধা ছিল, তা কাটিয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে।
পূর্বে মনোনয়নপত্র সংক্রান্ত জটিলতায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও হাইকোর্টের আপিল বিভাগ সেই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করেছেন। আদালতের এই রায়কে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন হিরো আলম ও তার সমর্থকরা।
সোমবার (১২ জানুয়ারি) হিরো আলম রায়ের বিষয়টি নিশ্চিত করে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন।
পোস্টে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেওয়ার।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমের সমর্থকরা রায়কে স্বাগত জানিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।



