Logo
Logo
×

বিনোদন

ভালোবাসা চাইলেন অভিনেত্রী মিমি

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

ভালোবাসা চাইলেন অভিনেত্রী মিমি

ছবি : সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয় দক্ষতা আর গ্ল্যামারের জাদুতে তিনি দীর্ঘদিন ধরেই লাখো ভক্তের হৃদয় দখল করে আছেনঅভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে দেখা যায় তাকে। এবার সেই সোশ্যাল মিডিয়াতেই এক আবেগী পোস্টে ভক্তদের কাছে ভালোবাসা চাইলেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন মিমি চক্রবর্তী। কিছুটা খোলামেলা পোশাকে ধরা দিয়ে একই সঙ্গে ভক্তদের দিলেন এক বড় সুখবর। দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে আবারও পর্দায় ফিরছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে মিমি জানান, চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এই ছবিটিই চলতি বছরের তার প্রথম মুক্তিপ্রাপ্ত কাজ। উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে আসছি ২৩ জানুয়ারি। এই বছরের প্রথম ছবি আমার। আপনাদের ভালোবাসা চাই।’

প্রকাশিত ছবিগুলোতে মিমিকে দেখা গেছে বোল্ড লুকেখোলা চুল, কানে লম্বা ঝুমকো দুল এবং গায়ে জড়ানো কালো ওড়নায় এক মায়াবী উপস্থিতিতেবিশেষ করে তার চোখের চাহনি নেটিজেনদের আলাদা করে নজর কেড়েছেছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই মুহূর্তে তা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়

অরিত্র মুখার্জির পরিচালনায় নির্মিত এই সিনেমায় মিমি চক্রবর্তীর সঙ্গে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, উজান চ্যাটার্জি, পুতুল দাসসহ আরও অনেক শিল্পী। সব মিলিয়ে নতুন ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে।

 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন