Logo
Logo
×

বিনোদন

অক্ষয়ের ‘ভূত বাংলো’কবে মুক্তি পাচ্ছে?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম

অক্ষয়ের ‘ভূত বাংলো’কবে মুক্তি পাচ্ছে?

বলিউডের অন্যতম সফল পরিচালক-অভিনেতা জুটি অক্ষয় কুমার ও প্রিয়দর্শন। ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’ কিংবা ‘ভুলভুলাইয়া’র মতো কালজয়ী সব কমেডি উপহার দেওয়া এই জুটি দীর্ঘ ১৪ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন। আর তাদের এই পুনর্মিলনী ঘটছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভূত বাংলো’র মাধ্যমে।

সিনেমাটি কবে মুক্তি পাবে তা নিয়ে ভক্তদের বেশ আলোচনা করেছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল ছবিটির মুক্তির তারিখ। বালাজি মোশন পিকচার্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সম্প্রতি এক বার্তার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, আগামী ১৫ মে ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে দর্শকদের ভয় আর হাসির মিশেলে মাতাতে আসছে ‘ভূত বাংলো’। 

জয়পুরের রাজকীয় সেটে ছবির কাজ শুরু করার পর নির্মাতারা একটি বিশেষ পোস্ট শেয়ার করে লেখেন, ‘বাংলো থেকে খবর এসেছে, দরজা খুলছে ১৫ মে ২০২৬-এ।’ পঁচিশ বছর পর অক্ষয়-তবু জুটি ও বাঙালি চমক এই সিনেমার অন্যতম বড় আকর্ষণ হলো দীর্ঘ পঁচিশ বছর পর পর্দায় অক্ষয় কুমার ও অভিনেত্রী তব্বুর একসঙ্গে প্রত্যাবর্তন। 

তবে দর্শকদের জন্য বড় চমক হিসেবে থাকছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। টলিউড ছাপিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করা যিশু এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। প্রিয়দর্শনের পরিচালনায় যিশুর এই নতুন অবতার দর্শকদের ভিন্নধর্মী বিনোদন দেবে বলেই ধারণা করা হচ্ছে।

আসরানির শেষ স্মৃতি সিনেমাটি কিছুটা আবেগপূর্ণ হয়ে থাকবে প্রয়াত অভিনেতা আসরানির ভক্তদের জন্য। জানা গেছে, ‘ভূত বাংলো’ ছবিটিতেই আসরানি তার জীবনের শেষ অভিনয়টুকু দিয়ে গেছেন। কমেডি কিংবদন্তির বিদায়ী কাজ হিসেবেও এটি বিশেষ গুরুত্ব পাচ্ছে সিনে-মহলে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন