Logo
Logo
×

বিনোদন

ভক্তদের উদ্দেশে যে বার্তা দিলেন শাকিব খান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১১ এএম

ভক্তদের উদ্দেশে যে বার্তা দিলেন শাকিব খান

ঢালিউডে শাকিব খান মানেই আলোচনার ঝড়। নতুন সিনেমা হোক কিংবা একঝলক নতুন লুক সবকিছুই মুহূর্তে ভক্তদের কৌতূহলের কেন্দ্রে চলে আসে। সেই ধারাবাহিকতায় এবার একেবারে রাজকীয় অবতারে ধরা দিয়ে আবারও আলোচনার শীর্ষে উঠে এলেন ঢালিউড মেগাস্টার। নতুন লুকের সঙ্গে তার লেখা একটি অর্থবহ ক্যাপশন যেন নীরবেই অনেক কথা বলে গেল।

অভিনেতা বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত নতুন একটি ছবি প্রকাশ করেন আর এতেই শুরু হয় আলচনা। ধবধবে সাদা রঙের রাজকীয় শেরওয়ানি স্টাইল কোট ও ম্যাচিং প্যান্টে তাকে দেখাচ্ছিল একেবারে অভিজাত ও দাপুটে। কোটের কলার ও হাতায় সোনালি সুতোর নিখুঁত কারুকাজ লুকটিকে দিয়েছে আলাদা মাত্রা। চোখে স্টাইলিশ সানগ্লাস, পরিপাটি চুল ও গোঁফ-দাড়িতে শাকিব যেন সত্যিই এক ‘প্রিন্স’ যার উপস্থিতি নীরব হলেও প্রভাব গভীর। ছবির ক্যাপশনে শাকিব খান লিখেছেন, যন্ত্রণার চিৎকারের চেয়ে গম্ভীর নীরবতা অনেক বেশি জোরালো শোনায়। এই একটি বাক্যেই যেন তার আত্মবিশ্বাস, অভিজ্ঞতা আর সময়কে বুঝে নেয়ার পরিপক্বতা স্পষ্ট হয়ে উঠেছে। 

শাকিবের এই পোস্টের মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ লিখেছেন, ‘মেগাস্টার রাজার মতো ছিলেন, আছেন, থাকবেন! প্রিন্স-এর জন্য শুভকামনা।’ আরেকজনের মন্তব্য, ‘শহর জানবে, প্রিন্স আসছে; ভয়ে কাঁপবে সব দালালেরা।’

এর আগের দিন, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি কর্পোরেট শোতেও এই একই সাদা কোটে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শাকিব খান। সেখানে বরবাদ সিনেমার জনপ্রিয় সংলাপ ‘জিল্লু মাল দে’ বলে দর্শকদের মাতান তিনি। পাশাপাশি নিজের ক্যারিয়ারের আমূল পরিবর্তন এবং আগামী দিনের পরিকল্পনা নিয়েও খোলামেলা কথা বলেন। ‘জিল্লু’ প্রসঙ্গে শাকিব বলেন, শুধু সিনেমাতে না, রিয়েল লাইফে আমার চারপাশে অনেক জিল্লু আছে যারা আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে।

কাজের দিক থেকেও সময়টা দারুণ ব্যস্ত শাকিব খানের। তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এই সিনেমাতে তাকে দেখা যাবে একজন দেশপ্রেমিক চরিত্রে, যিনি একাই লড়বেন দুর্নীতি, সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে। ছবিটি চলতি ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ঈদকে সামনে রেখে নির্মাতা আবু হায়াত মাহমুদের সিনেমা ‘প্রিন্স’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন মেগাস্টার। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং শুটিংয়ের প্রথম দিনেই শাকিব খানের সম্পূর্ণ নতুন একটি লুক প্রকাশ পাবে এমনটাই জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন