হাদির নামই হয়ে উঠবে নতুন প্রজন্মের লড়াইয়ের ঘোষণা : চমক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
ছবি : সংগৃহীত
রাজনৈতিক সহিংসতার ঘটনায় যখন দেশজুড়ে উদ্বেগ আর উৎকণ্ঠা, তখন আবারও সরব হয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
হাদির গুলিবিদ্ধ হওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করে চমক তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘হাদি ফিরে এলে আরও শক্ত কণ্ঠে কথা বলবে। আর যদি না ফেরে, তার নামই হয়ে উঠবে নতুন প্রজন্মের লড়াইয়ের ঘোষণা।’ এই বক্তব্য মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কাড়ে। অনেকেই চমকের মন্তব্যকে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা এবং ন্যায়বিচারের দাবিতে সাহসী অবস্থান হিসেবে দেখছেন।
প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। রিকশাযোগে চলার সময় হঠাৎ একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সন্ধ্যায় সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, তার মাথায় গুলি লাগায় পরিস্থিতি এখনো অত্যন্ত সংকটজনক। বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ—ব্রেন স্টেমে মারাত্মক ক্ষতি করেছে, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’। আগামী ৭২ ঘণ্টা তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়।



