Logo
Logo
×

বিনোদন

দেশ ছাড়ছেন কেন শিল্পীরা— জানালেন মিশা সওদাগর

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পিএম

দেশ ছাড়ছেন কেন শিল্পীরা— জানালেন মিশা সওদাগর

ছবি : সংগৃহীত

বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অনেক শিল্পী-তারকারাই স্থায়ীভাবে পাড়ি জমাচ্ছেন বিদেশে। কেউ কেউ দেশে ফিরলেও সাময়িক; কাজ শেষ করে ফিরে যান। তারকাদের এই দেশত্যাগের কারণ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। তার মতে, দেশে পর্যাপ্ত কাজের সুযোগ না থাকাতেই শিল্পীদের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা বাড়ছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে মিশা সওদাগর জানান, শিল্পীদের কর্মসংস্থান সংকুচিত হয়ে আসাই তাদের দেশ ছাড়ার প্রধান কারণ। বলেন, ‘কাজ না থাকলে শিল্পীদের কী করার আছে? এক সময় আমরা সকাল থেকে রাত পর্যন্ত এফডিসিতে শুটিং নিয়ে ব্যস্ত থাকতাম। এখন সেই এফডিসি প্রায় নিস্তব্ধ। যারা দেশ ছেড়েছেন, তাদের কারও কি যাওয়ার খুব ইচ্ছে ছিল? অমিত হাসান, মৌসুমী, ইমন, মাহিয়া মাহি বা আলেকজান্ডার বো- তারা এখন বিদেশে। কাজ থাকলে তারা কেউই যেতেন না।’

মিশা সওদাগর শিল্পীদের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করে বলেন, ‘একজন শিল্পীর কাজ থাকুক বা না থাকুক, তাকে অনেক কিছু মেইনটেইন করে চলতে হয়। তার গেটআপ, ভালো পোশাক, গাড়ি বা থাকার পরিবেশ বজায় রাখা জরুরি। দিনশেষে শিল্পীরাও তাদের পরিবারের জন্য কাজ করেন। ইনকাম যখন পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন পরিবারের টিকে থাকার লড়াইয়ে শিল্পীদের সামনে বিদেশ যাওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকে না। প্রবাসে গেলে অন্তত কাজ করে সম্মানের সাথে পরিবার চালানো যায়।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অমিত হাসান, সাইমন সাদিক, জায়েদ খান, মাহিয়া মাহি, সাজু খাদেমসহ অনেক তারকাই বিদেশের স্থায়ী নাগরিকত্ব বা দীর্ঘমেয়াদী থাকার সুযোগ নিয়েছেন

বলে রাখা ভালো, খোদ মিশা সওদাগরের পরিবারও বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ী। অভিনয়ের প্রয়োজনে তিনি দেশে থাকলেও বছরের বড় একটি সময় তাকে মার্কিন মুলুকেই কাটাতে হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন