Logo
Logo
×

বিনোদন

মুক্তির পরই ঝড় তুলল ‘ধুরন্ধর’, আয় কত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

মুক্তির পরই ঝড় তুলল ‘ধুরন্ধর’, আয় কত

ছবি : সংগৃহীত

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ শুক্রবার (৫ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পরই বক্স অফিসে দারুণ শুরু করেছে স্পাই-অ্যাকশন থ্রিলার সিনেমাটি। মনে করা হচ্ছে চলতি সপ্তাহেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করবে ‘ধুরন্ধর’।

কত আয় করল

রণবীর সিং অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম দিনই ভারতজুড়ে ২৮ দশমিক ৬০ কোটি রুপি আয় করেছে। রণবীরের ২০২৫ সালের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি এটি। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর নির্মাতা আদিত্য ধর এবার রণবীরকে নিয়ে তৈরি করেছেন থ্রিলার সিনেমা।

ছবিতে রণবীরকে দেখা গেছে, এক ভারতীয় গুপ্তচরের ভূমিকায়, যিনি পাকিস্তানের লিয়ারি শহরের ভেতরে ঢুকে অপারেশন চালান। সত্য-মিথের সীমানা মিলিয়ে ছবিতে উঠে এসেছে বাস্তব চরিত্রও—অক্ষয় খান্না অভিনয় করেছেন আলোচিত গ্যাংস্টার রেহমান ডাকাতের চরিত্রে আর সঞ্জয় দত্তকে দেখা গেছে এসপি চৌধুরী আসলামের ভূমিকায়।

এ ছবির মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে সারা অর্জুনের। তাঁর বিপরীতে দেখা গেছে রণবীরকে। এ ছাড়া ছবিতে আছেন অর্জুন রামপাল, রাজেশ বেদিসহ অনেকে।

এদিকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে স্বামী রণবীর কাপুরের সিনেমাটি দেখে রিভিউ দিয়েছেন দীপিকা পাড়ুকোন। শুক্রবার তিনি লিখেছেন, ‘ধুরন্ধর’ দেখা হলো, আর ৩ ঘণ্টা ৩৬ মিনিটের প্রতিটি মুহূর্তই সার্থক।’

দীপিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে দর্শকদের উদ্দেশে আরও বলেন, ‘তোমার জন্য ভীষণ গর্বিত রণবীর।’ সঙ্গে দিয়েছেন একটি চুমুর ইমোজি। একই সঙ্গে ছবির পুরো টিমকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন