শাকিবের সিনেমায় ‘অ্যালেন স্বপন’, কোন চরিত্রে থাকছেন অভিনেতা?
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
সিরিজ থেকে জনপ্রিয়তা পাওয়া চরিত্র ‘অ্যালেন স্বপন’ যেন নাসির উদ্দিন খানের বিশেষ পরিচয় হয়ে গেছে। ভিন্নধর্মী চরিত্র আর অনবদ্য অভিনয়ের জন্য ইতোমধ্যেই দর্শকের বিশেষ পছন্দের তালিকায় এই অভিনেতা। চমক হলো, সিনেমা-সিরিজের নিয়মিত এই অভিনেতাকে দেখা যাবে শাকিব খানের আসন্ন সিনেমায়। ঈদুল ফিতরের বড় প্রজেক্ট ‘প্রিন্স’-এ দেখা যাবে অভিনেতাকে।
এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন নাসির উদ্দিন খান। জানা গেছে, ‘প্রিন্স’-এ নাসির উদ্দিন খান থাকছেন নেতিবাচক চরিত্রে। তবে প্রচলিত খলচরিত্র নয়; বরং কাহিনিতে গভীরভাবে প্রোথিত, বুদ্ধিদীপ্ত ও কূটকৌশলী একটি চরিত্র, যার কারণে বারবার জটিলতায় পড়বে খোদ নায়কও।
এ নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ছবির নির্মাতা আবু হায়াত মাহমুদ। এক বার্তায় তিনি বলেছেন, ‘প্রচলিত ভিলেন নয়। পুরো অ্যাকশন-ড্রামা ধাঁচের গল্পে নাসির ভাইয়ের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। কাহিনির মোড় ঘোরানোর বড় দায়িত্ব তার ওপর।’
সিনেমাটি নিয়ে আরও নতুন খবর, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং; শুটিংয়ের প্রথম দিনই প্রকাশ করা হবে তার নতুন লুক।
এদিকে শাকিব খানের বিপরীতে থাকছেন তাসনিয়া ফারিণ ও ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও একজন রয়েছে, যার নাম এখনও প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান।



