Logo
Logo
×

বিনোদন

গিটারিস্ট সেলিম হায়দার আর নেই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম

গিটারিস্ট সেলিম হায়দার আর নেই

ছবি : সংগৃহীত

দেশের নন্দিত গিটারিস্ট ও ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য সেলিম হায়দার মারা গেছেন। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত এই সংগীতশিল্পী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ঢাকার মগবাজারে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তার মৃত্যুর খবরটি ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মাসখানেক আগে সেলিম হায়দারের প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। এরপর নিয়মিত চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩১ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে ২৪ নভেম্বর বাসায় ফিরেছিলেন তিনি। তবে ২৭ নভেম্বর তার অবস্থা আবারও সংকটাপন্ন হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফোয়াদ নাসের জানান, ‘আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর হাতিরপুল এলাকার পুকুরপাড় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।’

সেলিম হায়দার ছিলেন মূলত লিড গিটারিস্ট। দীর্ঘ ৫১ বছরের সংগীতজীবনে গিটারের পাশাপাশি বেজ, রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস ও কিবোর্ড বাজাতেও ছিলেন সমান দক্ষ। ফিডব্যাক ব্যান্ড প্রতিষ্ঠার পাশাপাশি তিনি দেশের প্রায় সব জনপ্রিয় শিল্পীর সঙ্গে গিটার বাজিয়েছেন। তার সংগীত পরিচালনায় ‘এইদিন চিরদিন রবে’ এবং ‘ঐ দূর থেকে দূরে’– ফিডব্যাকের এই দুটি গান বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে।

বাংলাদেশের ব্যান্ড সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলে গেলেন এই দক্ষ গিটারিস্ট। তার প্রয়াণে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন