ছবি : সংগৃহীত
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র অসুস্থতার পর গত ২৪ নভেম্বর মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউডসহ অসংখ্য ভক্ত-অনুরাগী।
এই দুঃসময়ে দেওল পরিবার অভিনেতার বর্ণময় কর্মজীবনকে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করার উদ্যোগ নিয়েছে। প্রথমে আগামী সপ্তাহে স্মরণসভা আয়োজনের কথা থাকলেও বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায়ই তা অনুষ্ঠিত হচ্ছে।
দেওল পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক পোস্টারে ধর্মেন্দ্রর তরুণ বয়সের ছবি ব্যবহার করে লেখা হয়েছে—‘সেলিব্রেশন অফ লাইফ’। জানানো হয়েছে, মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত এই স্মরণসভা চলবে। এতে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং বলিউডের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন উপলক্ষে দেওল পরিবারে জমকালো আয়োজনের প্রস্তুতি চলছিল। তবে আকস্মিক মৃত্যুতে সেই পরিকল্পনা থমকে যায়। ইতোমধ্যেই বলিউডের অসংখ্য তারকা তাঁর শেষকৃত্যে অংশ নিতে এবং পরিবারের পাশে দাঁড়াতে মুম্বাইয়ে পৌঁছেছেন।



