Logo
Logo
×

বিনোদন

ব্যাচেলর পয়েন্ট সিজন–৫ এ নতুন চমক অর্চিতা স্পর্শিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

ব্যাচেলর পয়েন্ট সিজন–৫ এ নতুন চমক অর্চিতা স্পর্শিয়া

অসুস্থতার কারণে বেশ কিছুদিন শুটিং থেকে দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফিরেছেন তিনি। একটি নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু করলেও প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধ থাকায় এখনই এ নিয়ে বিস্তারিত জানাতে চান না স্পর্শিয়া। এর মধ্যেই সামনে এলো তাঁর অভিনীত নতুন কাজের খবর—তিনি যুক্ত হয়েছেন কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল‘ব্যাচেলর পয়েন্ট সিজন–৫’এ।

কয়েক দিন আগে নির্মাতা অমি ফেসবুকে নতুন চরিত্র যোগের আভাস দিয়েছিলেন। গতকাল সন্ধ্যায় স্পর্শিয়ার চরিত্রের পোস্টার প্রকাশ করে তিনি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন চমক স্পর্শিয়া।

নতুন যাত্রা নিয়ে স্পর্শিয়া বলেন, ‘কয়েক বছর ধরে সিরিয়াস ধারার কাজে বেশি ছিলাম। এবার চেয়েছিলাম কিছু ফান, কমেডি এবং রঙিন চরিত্রে কাজ করতে—যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হতে পারি। ব্যাচেলর পয়েন্ট টিম থেকে কল পাওয়ার পরই আমি রাজি হয়ে যাই। অমি ভাইয়ের সঙ্গে এটাই প্রথম কাজ, আশা করছি আমাদের এই কোলাবরেশন দর্শকদের আনন্দ আরও বাড়াবে।’

পরিচালক কাজল আরেফিন অমি জানান,‘ব্যাচেলর পয়েন্ট’-এ পুরুষ চরিত্রই বেশি থাকে। গল্পের প্রয়োজনে এবার কিছু নতুন নারী চরিত্র দরকার ছিল। তাই স্পর্শিয়াকে যুক্ত করা হয়েছে। তাঁর চরিত্রে কারও সঙ্গে জুটি হবে কি না বা কেমন চমক থাকবে—তা দর্শক বুঝতে পারবেন পরবর্তী এপিসোডগুলোতে।’

গত কোরবানির ঈদে প্রচার শুরু হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ এ পাঁচ বছর পর ফিরে এসেছেন তৌসিফ মাহবুব। তাঁকে ঘিরেই এগোচ্ছে নতুন সিজনের গল্প। এতে আরও অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, শামীমা নাজনীন, এরফান মৃধা শিবলু, সাইদুর রহমান পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ আরও অনেকে।

গতকাল ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে মুক্তি পেয়েছে সিজন–৫-এর নতুন আটটি পর্ব। পাশাপাশি চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে সিরিয়ালটির সর্বশেষ পর্বগুলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন