জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী এবার তৈরি করছেন ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’। এটি নির্মিত হচ্ছে দুই ব্যান্ড তারকা—অর্থহীনের সাইদুস সালেহীন সুমন (সুমন) এবং ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর গল্প অবলম্বনে। গত আগস্টে সিনেমাটি নিয়ে গুঞ্জন শোনা গেলেও, আনুষ্ঠানিক ঘোষণা আসে সোমবার রাতে ফেসবুক লাইভে।
‘আন্ধার’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। তাঁদের সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ারসহ আরও অনেকে। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।
ঘোষণা উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আড্ডায় অংশ নেন গল্পকার ও প্রযোজক শাকিব চৌধুরী, নির্মাতা রায়হান রাফী, অভিনেতা চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, নাজিফা তুষি এবং চিত্রনাট্যকার আদনান আদিব খান। আলোচনায় রাফী জানান, ‘আন্ধার’-এর শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে।
রাফী বলেন, কখনো ভাবিনি অন্য কারও গল্প নিয়ে কাজ করব। কিন্তু ‘আন্ধার’-এর চিত্রনাট্য পড়ে মুগ্ধ হয়েছি। দুই বছর ধরে এই গল্প বুকে লালন করে শুটিং শেষ করেছি। আমাদের টিম বলছে, এটা আমার নির্মিত সেরা সিনেমা হতে যাচ্ছে। বাকিটা দর্শকই বলবেন।
অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ‘আন্ধার’ আমার করা সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বিস্তারিত চিত্রনাট্য। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে গল্পের ন্যারেশন শুনেছিলাম—একটুও বিরক্ত লাগেনি। আশা করি, দর্শকরাও পুরো সময় ধরে রাখবে।
চঞ্চল চৌধুরী বলেন, আমরা সব সময় চাই নতুন কিছু করতে। রায়হান রাফী সেই ঝুঁকি নিয়েছেন। ‘আন্ধার’ এমন এক কাজ, যা শিল্পীর আয়ু বাড়িয়ে দেয়।
আফসানা মিমি বলেন, চরিত্রটাই আমাকে এই সিনেমায় টেনেছে। গল্পের ভেতরে আমার অবস্থান নয়, গল্পে আমার চরিত্রের গুরুত্বটাই আমাকে আকৃষ্ট করেছে।
প্রযোজক শাকিব চৌধুরী জানান, ‘আন্ধার’ হবে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। নির্মাতা রাফী আরও বলেন, পোস্ট-প্রোডাকশনের জন্য ৮–৯ মাস সময় লাগবে। এটি শুধু বাংলাদেশের নয়, দুই বাংলার সবচেয়ে বেশি ভিএফএক্স-নির্ভর সিনেমা হতে যাচ্ছে। তাই সব কাজ শেষ করে আগামী বছর মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।



