Logo
Logo
×

বিনোদন

গ্রেফতার আতঙ্কে ডন-সামিরা, খোঁজ মিলছে না কোথাও!

Icon

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৩:০৪ পিএম

গ্রেফতার আতঙ্কে ডন-সামিরা, খোঁজ মিলছে না কোথাও!

ছবি : সংগৃহীত

ঢালিউড স্বপ্নের নায়ক খ্যাত সালমান শাহ হত্যার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হকের হদিশ মিলছে না। একই সঙ্গে খোঁজ মিলছে না সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি মোহাম্মদ আশরাফুল হক (ডন)-এর।

সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় এক নম্বর আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত।

তদন্ত শুরু হওয়ার কয়েক দিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন। কিন্তু গত কয়েকদিন ধরেই তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপ, ইমোতেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ডন, সামিরাসহ অন্যান্য অভিযুক্ত আসামিদের সঙ্গে। দেশজুড়ে যখন সালমান শাহর মৃত্যু ইস্যু আলোচনায়, ঠিক সে সময়েই হদিস মিলছে না অভিযুক্ত আসামিদের।

এদিকে আসামিদের দেশত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতার করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি গোলাম ফারুকদেশে থাকা আসামিদের অবস্থান শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং শুরু করেছে পুলিশআসামিদের দ্রুত গ্রেফতার করতে বিমানবন্দরসীমান্তে বাড়তি সতর্কতাসহ নেয়া হয়েছে প্রয়োজনীয় একাধিক পদক্ষেপ

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন