Logo
Logo
×

বিনোদন

বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই

ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই। শনিবার (২৫ অক্টোবর) মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে কিডনি বিকল হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে গভীর শোক।

অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অশোক পণ্ডিত এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু ও প্রতিভাবান অভিনেতা সতীশ শাহ প্রয়াত হয়েছেন। ইন্ডাস্ট্রির জন্য এটি এক বিরাট ক্ষতি। ওম শান্তি।”

সতীশ শাহের অভিনয়জীবন শুরু হয় ১৯৭০-এর দশকের শেষ দিকে। ‘অরবিন্দ দেশাই কি আজিব দাস্তান’ (১৯৭৮) এবং ‘গমন’ (১৯৭৯) ছবিতে ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন তিনি। তবে ১৯৮৩ সালে নির্মাতা কুন্দন শাহের কালজয়ী কমেডি ‘জানে ভি দো ইয়ারো’-তে দুর্নীতিগ্রস্ত পৌর কমিশনার ডি’মেলোর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন।

টেলিভিশন জগতে ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ এবং ‘ফিল্মি চক্কর’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। ২০০০ সালের দিকে ‘সারাভাই বনাম সারাভাই’ সিটকমে ইন্দ্রবদন সারাভাই চরিত্রে অভিনয় করে তিনি আবারও জনপ্রিয়তার শিখরে পৌঁছান।

বড় পর্দায়ও তিনি ছিলেন সমান সফল। ‘কাভি হ্যাঁ কাভি না’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ম্যায় হু না’, ‘কাল হো না হো’, ‘ওম শান্তি ওম’, ‘ফানাহ’ এবং ‘আকেলে হাম আকেলে তুম’সহ বহু হিট ছবিতে তার উপস্থিতি দর্শকদের মনে রেখাপাত করেছে।

চলচ্চিত্র ও টেলিভিশন—দুই মাধ্যমেই সমানভাবে প্রিয় এই অভিনেতার মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: এনডিটিভি

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন