Logo
Logo
×

বিনোদন

সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জন নিয়ে মুখ খুললেন ববি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এএম

সনেটের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জন নিয়ে মুখ খুললেন ববি

তিন বছর আগে নিজের জন্মদিনে প্রযোজক সাকিব সনেটের দেওয়া শুভেচ্ছা বার্তায় আলোচনায় আসেন চিত্রনায়িকা ববি হক। সেদিন সোশ্যাল মিডিয়ায় তারা দুজনই নিজেদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। ববি জানিয়েছিলেন, ‘একটি সুন্দর সম্পর্কের মধ্যে আছি।’ সম্পর্কের সূচনা হয়েছিল তাদের যৌথ কাজ ‘নোলক’ সিনেমার শুটিংয়ের সময়।

এরপর কেটে গেছে দীর্ঘ সময়। আলোচনায় থেকেও সম্পর্ক নিয়ে মুখ খুলেননি কেউ। তবে সম্প্রতি নানা গুঞ্জনের মধ্যে অবশেষে মুখ খুললেন ববি। তিনি জানান, এখন আমি কারও সঙ্গে সম্পর্কে নেই।

সনেটের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে ববি কিছুটা হাসিমুখে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এটা অনেক আগের কথা—নোলকের সময়কার। তখন আমি কিছু বলেছি কি না, এখন ঠিক মনে নেই। এরপর যোগ করেন, হ্যাঁ, একটা কিছু তো অবশ্যই ছিল, কিন্তু সেটা এখন নেই। তবে আমাদের বন্ধুত্ব এখনো আছে, আর এ নিয়ে আমার আর কোনো মন্তব্য করার নেই।

এদিকে, প্রযোজক সনেটের পর ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনের সঙ্গে সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছে। সম্প্রতি মামুনের বিরুদ্ধে এক ব্যবসায়ীর অভিযোগের পর যখন তিনি পুলিশ হেফাজতে যান, তখন কিছু সংবাদমাধ্যম তাকে ‘ববির কথিত স্বামী’ হিসেবে পরিচয় দেয়।

এই বিষয়ে ববির প্রতিক্রিয়া দৃঢ়: এই খবর সম্পূর্ণ মিথ্যা। আমি এসব নিয়ে মাথা ঘামাতে চাই না, কারণ এতে ওরা হাইলাইট হবে। ওই ব্যক্তির সঙ্গে আমার শুধু রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে আলোচনা হয়েছিল, এর বাইরে কিছুই না। আমার নাম টেনে নিউজ করে টিআরপি বাড়ানোর চেষ্টা হচ্ছে। যদি এ নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়, আমি আইনের শরণাপন্ন হব।

সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন ববি। যাওয়ার আগে তিনি ‘বউ’ ও ‘শিরোনাম’ নামের দুটি সিনেমার কাজ শেষ করেছেন। দেশে ফিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ সিনেমার শুটিংয়ে। এই ছবিতে তার সহশিল্পী ও প্রযোজক মুন্না খান। অভিনয় করছেন আরও মিশা সওদাগর, দীপা খন্দকার, জয়রাজ প্রমুখ।

ববি বলেন, অস্ট্রেলিয়া থেকে ফিরেই তছনছ সিনেমার শুটিং শুরু করেছি। বিশাল আয়োজনে কাজ হচ্ছে। আশা করছি, দর্শকদের জন্য ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন