Logo
Logo
×

বিনোদন

সোহরাওয়ার্দী উদ্যানে হবে লালন উৎসব

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে হবে লালন উৎসব

ছবি-সংগৃহীত

বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন উৎসব। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে উৎসবটি চলবে আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত।

এই আয়োজনের অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে লালন সংগীত উৎসব। সেখানে জনপ্রিয় ব্যান্ড ‘লালন’ মঞ্চে উঠবে আগামী ১৮ অক্টোবর।

ব্যান্ডটির ড্রামার থেইন হান মং বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা পারফর্ম করব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে আমাদের কথা হয়েছে। সুমি আপা থাকবেন, উনি গান করবেন।’

এদিকে, ‘লালন‘ ব্যান্ডের এই আসন্ন কনসার্টের খবরে বেশ উন্মাদনা ছড়িয়েছে শ্রোতাদের মাঝে।

এ আয়োজনে ব্যান্ড ‘লালন’ ছাড়াও লালনের গান পরিবেশনা করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, আলেয়া বেগম, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশী, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন