অবশেষে বাগদান সম্পন্ন করলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০১:০১ পিএম
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা অবশেষে তাঁদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে নতুন পরিণতি দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, এই তারকা যুগল আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘনিষ্ঠ পারিবারিক সদস্য ও কয়েকজন কাছের বন্ধুর উপস্থিতিতে শুক্রবার (৩ অক্টোবর) একটি পারিবারিক অনুষ্ঠানে তাঁদের বাগদান সম্পন্ন হয়। যদিও রাশমিকা বা বিজয়—দুজনের কেউই এখনো প্রকাশ্যে বিষয়টি নিশ্চিত করেননি।
সূত্র জানায়, রাশমিকা ও বিজয় আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন। তাঁদের সম্পর্কের মাইলফলক নিয়ে ভক্তদের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল, যা আরও বেড়ে যায় সম্প্রতি রাশমিকার এক সোশ্যাল মিডিয়া পোস্টে।
দশেরার দিন ঐতিহ্যবাহী পোশাকে কপালে তিলক পরা একটি ছবি শেয়ার করে রাশমিকা লেখেন, “শুভ দশেরা আমার প্রিয়জন... এই বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ। কারণ, ‘তাম্মা’ ট্রেলার ও আমাদের গানের প্রতি আপনাদের ভালোবাসা, বার্তা ও সমর্থন আমার প্রতিটি মুহূর্তকে আরও বড় এবং আনন্দময় করে তোলে। সিনেমা প্রচারের সময় শিগগিরই আপনাদের সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”
ভক্তদের মতে, এই পোস্টেই রাশমিকা ইঙ্গিত দিয়েছিলেন তাঁর জীবনে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে।
রাশমিকা মান্দানাকে শিগগিরই দেখা যাবে পরিচালক আদিত্য সারপোতদারের ভৌতিক-কমেডি ছবি ‘তাম্মা’-তে, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। নওয়াজউদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়ালও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ছবিটিতে, যা মুক্তি পাচ্ছে আগামী ২১ অক্টোবর।
অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডাকে সর্বশেষ দেখা গেছে গৌতম তিন্নানুরির পরিচালিত তেলুগু স্পাই অ্যাকশন-থ্রিলার ‘কিংডম’ (২০২৫) ছবিতে।



