Logo
Logo
×

বিনোদন

দেহ ভোগ করার পর কাজী ডাকতে গিয়ে লাপাত্তা প্রেমিক

Icon

ধামরাই প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১১:০২ পিএম

দেহ ভোগ করার পর কাজী  ডাকতে গিয়ে লাপাত্তা প্রেমিক

ছবি-সংগৃহীত

কাজি ডেকে আনার কথা বলে ঢাকার ধামরাইয়ে আলাদিন পার্কের রিসোর্টে প্রেমিকাকে রেখে পালিয়েছে মোহাম্মদ এস আহমেদ ওরফে প্রেমরাজ নামে এক যুবক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলেও প্রেমরাজের কোনো খবর নেই। তার মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়। পরে কোনো উপায় না পেয়ে সন্ধ্যায় ওই প্রেমিকের বাড়ি কাঠালিয়া গ্রামে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ভুক্তভোগী।

অনশনরত প্রেমিকা বলেন, আমার সঙ্গে দুই বছর ধরে সম্পর্ক করে আসছে প্রেমরাজ। বিয়ে করবে বলে অনেকবার আলাদিন পার্কে নিয়ে আমার সঙ্গে দৈহিক মেলামেশা করেছে। সর্বশেষ মঙ্গলবার আলাদিন পার্কে বিয়ের পাকাপোক্ত কথা দিয়ে আমাকে নিয়ে আসে। পরে সেখানে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এরপর দুপুরের দিকে কাজি ডেকে আনার কথা বলে লাপাত্তা হয়ে যায়।

যাওয়ার পর আর ফিরে না আসায় বাধ্য হয়ে তার বাড়িতে অনশনে বসেছি। প্রেমরাজ আমাকে বিয়ে না করলে আমি এ বাড়ি থেকে কোথাও যাব না। আমার মৃত্যু না হওয়া পর্যন্ত এ বাড়িতেই অনশন করব। বাঁচলে এ বাড়িতেই বাঁচব, মরলেও এ বাড়িতেই মরব- এটাই আমার শেষ কথা।

প্রেমরাজের পরিবারের লোকজন বলেন, প্রেমরাজ ফিরে না আসা পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারব না। সে যদি বিয়েতে রাজি থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেইতবে এখন আমরা তাকে আমাদের বাড়িতে কোনোক্রমেই রাখতে পারব না

আলাদিন পার্করিসোর্টের মুখপাত্র তালুকদার মো. আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি একটি ভিডিও সাক্ষাৎকারে দেখেছিওই ছেলেমেয়ে তো স্বেচ্ছায়রিসোর্টে এসেছে। এ বিষয়টি নিয়ে আমি কিছুই বলতে চাই না

ব্যাপারে পুলিশ পরিদর্শক মো. নুর আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি যাচাই-বাছাই করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন